শিরোনাম
◈ হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, রায়ের আগে ভারতীয় নম্বর থেকে চিফ প্রসিকিউটরকে হুমকি ◈ ১৫ মাসে নতুন ২৬ দল: প্রেসক্লাবকেন্দ্রিক আত্মপ্রকাশে ভিড়, অনেকেরই নেই কার্যালয়–ধারণা, উদ্দেশ্য ও টিকে থাকা নিয়ে প্রশ্ন ◈ হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: ১৫ হাজার পুলিশ মোতায়েন, যানচলাচল কমে নিস্তব্ধ ঢাকা ◈ ‘আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য রায় আশা করি’—হাসিনার মামলা ঘিরে ফখরুলের ফেসবুক পোস্ট ◈ শেখ হাসিনার মামলার রায় ঘি‌রে রাতে বিভিন্ন জায়গায় ককটেল, বাসে আগুন, মশাল মিছিল ◈ মীর মুগ্ধর ভাইয়ের দাবি: ‘হাসিনার অপরাধে হাজারবার ফাঁসিও যথেষ্ট নয়’ ◈ উৎকণ্ঠা ভারতের সংবাদ মাধ্যমে: ‘হাসিনার কি মৃত্যুদণ্ড হবে?’ ◈ আমার প্রত্যাশা আমার ক্লায়েন্ট শেখ হাসিনা খালাস পাবেন, এটা আমি বিশ্বাস করি: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ◈ ইতালিকে ৪-১ গো‌লে হা‌রি‌য়ে বিশ্বকাপে নরওয়ে ◈ মধ্যরাতে কিশোরগঞ্জের গ্রামীণ ব্যাংকে আগুন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর সঙ্গে আর থাকতে চাইছেন না শিল্পা

বিনোদন ডেস্ক: গত ১৯ জুলাই মুম্বাই পুলিশ তাকে পর্নগ্রাফি মামলায় গ্রেফতার করে। এখনও পর্যন্ত জামিন মেলেনি তার। বরং একের পর এক বেরিয়ে আসছে বিস্ফোরক সব তথ্য।

এদিকে শিল্পা শেঠির এক ঘনিষ্ট বন্ধু বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে বলেছেন, ‘খুব শিগগিরই রাজ কুন্দ্রার ঝামেলা মিটছে না। বরং প্রতি সপ্তাহেই সমস্যা বাড়ছে। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর থেকে শিল্পার মতো আমরাও হতবাক। হীরা আর ডুপ্লেক্স বাড়ি যে অবৈধ উৎস থেকে পাওয়া, তার কোনও ধারণাই শিল্পার ছিল না।’ খবর এনডিটিভি

শিল্পার ওই বন্ধুর ভাষ্য, শিল্পা চান তার সন্তানেরা যেন তাদের বাবার অবৈধ সম্পত্তি থেকেও দূরে থাকে। বলেন, ‘আমরা যত দূর জানি, কুন্দ্রার সম্পত্তির এক রত্তিও শিল্পা স্পর্শ করতে চায় না।’

পর্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তারের পর সেই ঝামেলায় জড়িয়ে যান শিল্পাও। এমনকি ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-এর শুটিংও পিছিয়ে দেন তিনি। ঘটনার প্রায় এক মাস পর গত ১৭ আগস্ট আবারও শুটিংয়ে ফেরেন তিনি। সেটে ফেরায় রিয়েলিটি শোয়ের টিম তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

উল্লেখ্য, রাজের সঙ্গে শিল্পার পরিচয় ২০০৭ সালে। তখন রাজ ছিলেন বিবাহিত। জানা যায়, শিল্পার সঙ্গে সম্পর্কের কারণেই রাজের ওই সম্পর্ক ভেঙে গিয়েছিল। এরপর তারা বিয়ে করেন। মুম্বাই থেকে কিছুটা দূরে খান্ডালায় শিল্পার এক বন্ধুর ফার্ম হাউজে অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ে। ওই দিন শিল্পাকে ৩ কোটি রুপি দামের একটি আংটি দিয়েছিলেন রাজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়