শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ নির্বাচনী প্রচারের প্রথম দিনেই চার জেলায় হামলা সংঘর্ষ, আহত ২০ (ভিডিও) ◈ বেনাপোলের ভোলা ঢাকায় পিস্তল গুলিসহ গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে হুম‌কি ম‌নে কর‌ছেন ◈ কেউ কা‌রো দোষারোপ, করবে না, অথচ বিএনপি-জামায়াত প্রচারণা শুরু করলো একে অপ‌রের সমা‌লোচনা ক‌রে ◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবুলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় একই পরিবারের ৯ জন আফগান নিহত: সিএনএন

সাখাওয়াত হোসেন: [২] যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীও এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, রোববারে কাবুল বিমানবন্দরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে।

[৩] ২৯ আগস্ট রোববার এ হামলায় নিহতদের একজন আত্মীয় জানিয়েছেন, এ ড্রোন হামলায় একটি পরিবারের নয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন শিশু রয়েছে বলে সিএনএনের সাংবাদিককে জানিয়েছেন তিনি।

[৩] এ হামলায় নিহতরা হলেন, জামারা (৪০), নাসির (৩০), জমির (২০), ফয়সাল (১০), ফারজাদ (৯), আরমিন (৪), বেনিয়ামিন (৩), আয়াত (২) এবং সুমাইয়া (২)।

[৪] মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে খাজে বাঘরারের আশেপাশের একটি এলাকায় এ হামলা করা হয়েছে।

[৫] নিহত একজনের ভাই সাংবাদিককে বলেন, আমরা আফগানিস্তানের সাধারণ নাগরিক। আমাদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর কোন ধরনের যোগসাজশ কখনোই ছিলো না।

[৫] ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী আহাদ নামে এক ব্যক্তি সিএনএনকে জানান, হামলার পর গাড়িটিতে আগুন লেগে যায়, পরে অনেক চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি।

[৬] সিএনএন এর স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, তারা গাড়িতে করে পারিবারিক একটি অনুষ্ঠানে যেতে প্রস্তুতি নিচ্ছেলেন।

[৭] উল্লেখ্য, এর আগে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের সামনে দুই দফা আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়, নিহতদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা ছিলো বলে পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়। এই ঘটনার দায় স্বীকার করে আইএস।

[৮] এই হামলার পরই পাল্টা প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের আঞ্চলিক আইএস’র ঘাটিতে হামলা চালাচ্ছে ।

সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়