সুমাইয়া মিতু: [২] মাটি থেকে ৩০ হাজার ফুট উপরে উড়োজাহাজে এক কন্যা শিশুর জন্ম দেন এক আফগান নারী । ইয়ন
[৩] টার্কিশ এয়ারলাইন্স জানায়, ২৬ বছর বয়সী আফগান নারী সোমান নুরি দুবাই থেকে যুক্তরাজ্যের বার্মিংহামগামী ফ্লাইটে উঠেছিলেন। মাঝ আকাশে নুরির প্রসববেদনা উঠলে ফ্লাইটটিতে কোনো ডাক্তার না থাকায় কেভিন ক্রুদের সাহায্যে তিনি ঐ কন্যা সন্তানের জন্মদেন।
[৪] কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘হাবা’ যার অর্থ ‘জীবন’। শিশুটি তার মা বাবার তৃতীয় সন্তান। সম্পাদনা : মোহাম্মদ রকিব