শিরোনাম
◈ বাংলাদেশের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানি এমএসসির ◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরোজ আহমেদ: পরোক্ষ হলেও স্বীকৃতি মিললো, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা জনস্বাস্থ্য সম্পর্কিত বিষয় নয়, রাজনৈতিক

ফিরোজ আহমেদ: পরোক্ষ হলেও স্বীকৃতি মিললো যে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাটা কোনো জনস্বাস্থ্য সম্পর্কিত বিষয় না, বরং রাজনৈতিক বিষয়। এতো রকম আইন-কানুন-বাহিনী বানিয়েও নিজেদের নিয়ন্ত্রণটা যে পোক্ত না, এটা ভালোভাবেই তারা টের পান। যোগাযোগমন্ত্রীর কথা থেকে এই বিষয়টাই আবারও বোঝা গেলো। এ কারণেই করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলো। কেননা পুরো কোভিড মহামারি এই জাতি যেভাবে পার করলো, সেটা কতো রকমের ক্ষোভবিক্ষোভ আর প্রতিবাদের জন্ম দিতো, সেটা তারা ভালোই বোঝে। সবচাইতে ভয়াবহ বিষয় হলো, সংগঠিত ক্ষোভের প্রকাশ ঘটতে পারে, এই আশঙ্কায় আস্ত শিক্ষাটাকেই নির্বাসনে দেওয়া- সত্যিকারের হীরক রাজা যাকে বলা যায়।

একটা দেশের শাসকদের কাছে শিক্ষা কতোটা মূল্যহীন হলে এমনটা ঘটতে পারে। অবশেষে সরকারের দিক থেকে এই অস্বস্তিকর আলাপগুলো আর এড়ানো সম্ভব হলো না কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ‘প্রতীকী’ পাঠদান শুরু করার পর। প্রতিবাদের, উদ্যোগী হবারই, তৎপর হবার যে তাৎপর্য আছে, সেটা আবারও প্রমাণিত হলো। আশা করি এই প্রতীকী পাঠদান আন্দোলনে পরিণত হবে। শিক্ষকরা কর্মসূচি ঘোষণা করেছেন, তার প্রতি পূর্ণ সমর্থন থাকলো। গণমাধ্যমের প্রতিও আহ্বান থাকলো এই কর্মসূচিগুলোকে আরেকটু প্রচার করার। এই প্রতিবাদী শিক্ষকদের সাক্ষাৎকার তো আশা করতেই পারতামÑ কী ভাবছেন তারা, কেন ভাবছেন তারা, কীভাবে আগাবেন তারা, মানুষের কাছে কী বক্তব্য তাদের। এগুলোর সংবাদমূল্য নেই? আছে বলেই আমার বিশ্বাস। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়