লিহান লিমা: [২] জার্মান মিডিয়া সংস্থা অ্যাক্সেল স্প্রিঙ্গার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংবাদ বিষয়ক ওয়েবসাইট পলিটিকো ফ্র্যাঞ্চাইজিকে এক বিলিয়নেরও (১০০ কোটি ডলার) দামে কিনতে সম্মত হয়েছে। অ্যাক্সেল বলেছে, তারা আশা করছে বছরের শেষ নাগাদ এই চুক্তিটি কার্যকর হবে। সিএনএন
[৩]চুক্তির আওতায় পলিটিকোর টেক নিউজ সাইট ‘প্রটোকল’ও থাকবে। অ্যাক্সেল স্প্রিঙ্গার এবং পলিটিকো ইতোমধ্যে ইউরোপে একটি যৌথ উদ্যোগে একসঙ্গে কাজ করছে। তখন থেকেই উভয়পক্ষ এই গ্রীষ্মে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করে।
[৪]কোম্পানিটি বলেছে, উত্তর আমেরিকায় পলিটিকোর কার্যক্রম, ইউরোপে এর যৌথ উদ্যোগ এবং প্রটোকলে ৫’শর বেশি সাংবাদিক নিয়োগ দেয়া হবে।
[৫]পলিটিকোর বর্তমান মালিক রবার্ট অলব্রিটন বলেন, ‘বিশ্বব্যাপী এর কার্যক্রম আরো বাড়ানোর দায়ভার, শ্রোতাদের আরো সেরাটা দেয়া ও কর্মীদের জন্য আরো সুযোগ সৃষ্টি করার জন্য তিনি এটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। একটি বড় কোম্পানির অধীনে এটি আরো উন্নত এবং সমৃদ্ধ হয়ে উঠবে।
[৬]অলব্রিটন পলিটিকো এবং প্রটোকলের প্রকাশক হিসেবে থাকবেন। অ্যাক্সেল স্প্রিঙ্গার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পলিটিকো, পলিটিকো ইউরোপ এবং প্রটোকলের সম্পাদকীয় পরিষদ এবং নেতৃত্ব পূর্বের মতোই বহাল থাকবে। তিনি জানান, অ্যাক্সেলের অন্যান্য ব্র্যান্ড যেমন ইনসাইডার এবং মর্নিং ব্রিউ আলাদা থেকে কাজ করছে।
[৭]গত সপ্তাহে আরেকটি বেল্টওয়ে নিউজ ওয়েবসাইট দ্য হিল নেক্সস্টার মিডিয়া গ্রুপের কাছে বিক্রি হয়।