শিরোনাম
◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ কোটি ৯২ লাখ পাউন্ডে কেনা রোনালদোকে ফ্রিতে ছাড়বে না জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : [২] কিছুদিন আগেই দলবদলের গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই। জানিয়েছিলেন, সবই কেবল গুঞ্জন। তবে সপ্তাহ ঘুরতেই বদলে গেছে চিত্র। বিবিসি জানিয়েছে, রোনালদো ক্লাব ছাড়তে চাইলে জুভেন্টাস তাকে বিক্রি করতে ইচ্ছুক, তবে সেটা হতে হবে তাদের শর্তে।

[৩] বার্সেলোনার সঙ্গে ২১ বছরের বিচ্ছেদ ঘটিয়ে চমক জাগিয়ে লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর সা¤প্রতিক সময়ে হঠাৎ করে চাউর হয় রোনালদোর ক্লাব ছাড়ার খবর। সেখানে এসেছিল তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও মেসি-নেইমারদের পিএসজির নামও। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার নিশ্চিত করেছিলেন, এই মৌসুমে থাকছেন তুরিনের ক্লাবেই। জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে।

[৪] সেরি আতে নিজেদের প্রথম ম্যাচে উদিনেসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে জুভেন্টাস। স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে ছিলেন না পর্তুগিজ। সংবাদমাধ্যমের গুঞ্জন, ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় রোনালদো নিজেই অনুরোধ করেছিলেন তাকে যেন শুরুর একাদশে না রাখা হয়।

[৫] গুঞ্জন রয়েছে, রোনালদোর এজেন্ট জর্জ মেন্দেস ম্যানচেস্টার সিটি, পিএসজি সহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে রোনালদোকে সম্ভাব্যভাবে চুক্তিবদ্ধ করার বিষয়ে কথা বলেছেন। বিবিসি জানায়, ধারণা করা হচ্ছে মেন্দেসকে বৃহস্পতিবার জুভেন্টাসের অনুশীলন মাঠে ডাকা হয়েছিল ক্লাব সহ সভাপতি পাভেল নেদভেদ, প্রধান নির্বাহীন মাউরিসিও আররিভাবেনে এবং ক্রীড়া পরিচালক ফেদেরিকো চেরুবিনিসহ ক্লাবের সিনিয়র ব্যক্তিত্বদের সাথে মিটিংয়ের জন্য।

[৬] মিটিংয়ে মেন্দেসকে জানানো হয়, রোনালদোর জন্য সব পরিস্থিতিই (ক্লাবে থাকা কিংবা ক্লাব ছাড়া) সম্ভব। কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছেন, তিন বছর আগে ৯ কোটি ৯২ লাখ পাউন্ড দিয়ে কেনা একজন খেলোয়াড়ের ফ্রিতে ক্লাব ছাড়তে চাওয়া তারা অনুমোদন করবে না।

[৭] সংবাদমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় হতাশ রোনালদো। তার আসার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্ব›িদ্বতা করার পরিবর্তে জুভেন্টাস কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করতে পারেনি। টানা নয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে বছর ইন্টার মিলানের কাছে সেরি আ শিরোপা হারায় জুভেন্টাস। শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত চারে থেকে নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগে খেলা। - বিবিসি/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়