শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৯:১১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক টেড ডেক্সটার মারা গেছেন, শোক জানিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক: [২] ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টেড ডেক্সটার না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন তিনি, তাতে হার মানলেন জীবন যুদ্ধে। বৃহস্পতিবার ২৬ আগস্ট মেরিলিবোন ক্রিকেট ক্লাব এই তথ্য জানায়।

[৩] শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যান ও খণ্ডকালীন মিডিয়াম পেসার ছিলেন ডেক্সটার। প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে দেওয়ার আগ্রাসী মনোভাবের কারণে ডাক নাম হয় ‘লর্ড টেড’।

[৪] ১৯৫৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর ৬২ টেস্ট খেলেন ডেক্সটার। ষাটের দশকের শুরুর দিকে ইংল্যান্ড ও সাসেক্সকে নেতৃত্ব দেন। জাতীয় দল তার অধিনায়কত্বে খেলেছে ৩০ ম্যাচ।

[৫] ডেক্সটার তার টেস্ট ক্যারিয়ারে ৪৭.৮৯ গড়ে ৪৫০২ রান করেন এবং ৩৪.৯৩ গড়ে নেন ৬৬ উইকেট। ১৯৫৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত লম্বা প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২১ হাজারেরও বেশি রান করেছেন, উইকেট ৪১৯টি।

[৬] ১৯৬৫ সালে ভাঙা পা নিয়ে নষ্ট গাড়ি ধাক্কা দিতে গিয়ে ক্যারিয়ার শেষ করে ফেলেন। পরে ফিরলেও এজন্য ভুগতে হয়েছে অনেক।

[৭] ক্রিকেট প্রশাসক হিসেবে ডেক্সটার ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইংল্যান্ডের নির্বাচক প্রধান হন। ২০০৩ সালে আইসিসি আনুষ্ঠানিকভাবে যে টেস্ট খেলোয়াড় র‌্যাংকিং প্রথা চালু করে, তাতে অবদান ছিল এই ইংলিশ ক্রিকেটারেরও।

[৮] পরে ডেক্সটার এমসিসির প্রেসিডেন্ট নিযুক্ত হন এবং ২০০১ সালে পান সিবিই পুরস্কার।

[৯] গত জুনে আইসিসির হল অব ফেমে জায়গা পান ডেক্সটার। তার মৃত্যুতে শোক জানিয়েছে আইসিসি। সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস, টেড ডেক্সটার তার সময়ের অন্যতম সফল ব্যাটসম্যান ছিলেন। ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে তার দাপুটে মনোভাব প্রশংসনীয়। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দলের বিপক্ষে তার অবিশ্বাস্য ব্যাটিং সবার মনে আছে। তার মৃত্যুর খবরে আমরা সত্যিই ব্যথিত। আইসিসির পক্ষ থেকে আমি তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাই। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়