শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৯:১১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক টেড ডেক্সটার মারা গেছেন, শোক জানিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক: [২] ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টেড ডেক্সটার না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন তিনি, তাতে হার মানলেন জীবন যুদ্ধে। বৃহস্পতিবার ২৬ আগস্ট মেরিলিবোন ক্রিকেট ক্লাব এই তথ্য জানায়।

[৩] শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যান ও খণ্ডকালীন মিডিয়াম পেসার ছিলেন ডেক্সটার। প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে দেওয়ার আগ্রাসী মনোভাবের কারণে ডাক নাম হয় ‘লর্ড টেড’।

[৪] ১৯৫৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর ৬২ টেস্ট খেলেন ডেক্সটার। ষাটের দশকের শুরুর দিকে ইংল্যান্ড ও সাসেক্সকে নেতৃত্ব দেন। জাতীয় দল তার অধিনায়কত্বে খেলেছে ৩০ ম্যাচ।

[৫] ডেক্সটার তার টেস্ট ক্যারিয়ারে ৪৭.৮৯ গড়ে ৪৫০২ রান করেন এবং ৩৪.৯৩ গড়ে নেন ৬৬ উইকেট। ১৯৫৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত লম্বা প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২১ হাজারেরও বেশি রান করেছেন, উইকেট ৪১৯টি।

[৬] ১৯৬৫ সালে ভাঙা পা নিয়ে নষ্ট গাড়ি ধাক্কা দিতে গিয়ে ক্যারিয়ার শেষ করে ফেলেন। পরে ফিরলেও এজন্য ভুগতে হয়েছে অনেক।

[৭] ক্রিকেট প্রশাসক হিসেবে ডেক্সটার ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইংল্যান্ডের নির্বাচক প্রধান হন। ২০০৩ সালে আইসিসি আনুষ্ঠানিকভাবে যে টেস্ট খেলোয়াড় র‌্যাংকিং প্রথা চালু করে, তাতে অবদান ছিল এই ইংলিশ ক্রিকেটারেরও।

[৮] পরে ডেক্সটার এমসিসির প্রেসিডেন্ট নিযুক্ত হন এবং ২০০১ সালে পান সিবিই পুরস্কার।

[৯] গত জুনে আইসিসির হল অব ফেমে জায়গা পান ডেক্সটার। তার মৃত্যুতে শোক জানিয়েছে আইসিসি। সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস, টেড ডেক্সটার তার সময়ের অন্যতম সফল ব্যাটসম্যান ছিলেন। ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে তার দাপুটে মনোভাব প্রশংসনীয়। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দলের বিপক্ষে তার অবিশ্বাস্য ব্যাটিং সবার মনে আছে। তার মৃত্যুর খবরে আমরা সত্যিই ব্যথিত। আইসিসির পক্ষ থেকে আমি তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাই। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়