শিরোনাম
◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৯:৪১ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ও উপসর্গে ৬ জেলায় ২৭ জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও হারমানছে। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। এ অবস্থায় দেশের বিভিন্ন জেলা থেকে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

[৩] গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৬, চট্টগ্রামে ৭, ময়মনসিংহে ৭, সাতক্ষীরায় ৩, ফরিদপুরে ২ ও খুলনায় ২ জনের মৃত্যু হয়েছে। ডিবিসি নিউজ, সময় টিভি, নিউজ২৪

*** ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ নিয়ে ৪ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তিন জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বুধবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৫৯১টি নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.৪৫ শতাংশ।

জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ২৬৮ জনে।

***রাজশাহী: রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৪ ও একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত সাড়ে তিন মাসে এটিই সর্বনিম্ন মৃত্যু। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১৯০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

*** খুলনা: খুলনার দুই হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় খুলনা সদরের মনজিলা (৬৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের কচুয়ার আব্দুর রহমান শেখ (৭৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় গাজী মেডিকেল হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়