শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী মাসেই ভূমি ভবন কমপ্লেক্স উদ্বোধন

সুজিৎ নন্দী: [২] আগামী মাসেই তেজগাঁওয়ে ভূমি ভবন কমপ্লেক্স উদ্বোধন হতে যাচ্ছে। বুধবার (২৫ আগস্ট) ভবনের সর্বশেষ অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এরকম তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে পারেন বলে জানা যায়।

[৩] ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ঢাকা শহরের ভিন্ন ভিন্ন জায়গায়। এ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দপ্তর ও সংস্থা ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কার্যালয় ও একটি আধুনিক রেকর্ড রুমের সংস্থান এ ভূমি ভবন কমপ্লেক্সে রাখা হয়েছে।

[৪] গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানায়, ভূমি ভবন কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল, বঙ্গবন্ধু কর্নার ও কর্মজীবী মায়ের সুবিধার্থে একটি ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ১৮০ কোটি টাকা। ১৩ তলাবিশিষ্ট মূল ভবনটির নির্মাণ এরিয়া প্রায় ৩২ হাজার ২শ’ বর্গ মিটার।

[৫] ভূমিমন্ত্রীর প্রকল্প এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভূমি সচিব মোস্তাফিজুর রহমান। এ সময় ভূমি ভবনের প্রকল্প পরিচালক ও গণপূর্ত প্রকল্প সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী খালেদ হোসাইন ভূমিমন্ত্রীকে ভবনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। সংশ্লিষ্ট প্রকৌশলীরা মন্ত্রীকে জানান, ভূমি ভবন এখন দাপ্তরিক রিক কাজ পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত।

[৬] সূত্র জানায়, ইতোপূর্বে ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয় পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের সেবাদানকারী সব দপ্তর ও সংস্থাকে একই ছাদের নিচে এনে জনগণকে ‘এক জায়গায় সব সেবা’ দেয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন। তার নির্দেশনার পর একই স্থানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থাগুলোর স্থান সংকুলানের জন্য ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়