শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জোঁকের কাছে অসহায় কৃষক, আমন চারা রোপনে বিড়ম্বনা

এস,এম,সালাহ্উদ্দীন : [২] চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন ধরে আমানের বীজতলা পানি বন্ধি থাকায় এমনিতেই আমন রোপনের সঠিক সময় পার হয়ে গেছে। এর উপর এবার বীজতলা থেকে পানি নেমে গেলেও জোঁকের উপদ্রবে ভয়ে জমিতে নামতে সময়ক্ষেপণ করছে কৃষকরা। যার ফলে বীজতলাতেই নষ্ট হচ্ছে আমন ধানের চারা।

[৩] সরেজমিনে উপজেলার ১ বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহ পাড়া, খান বাড়ি, ফকির খিল, বৈরাগ, এবং বারশত, বরুমচড়া ও বারখাইন ইউনিয়নের বেশকটি গ্রামে ঘুরে দেখা যায় জোঁকের আক্রমণের ভয়ে জমিতে নামতে চাচ্ছেনা শ্রমিকরা, যারা ভয় কাটিয়ে চারা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে জমিনে নামছে তাদের শরীরজুড়ে জেঁকে বসে রক্তচুষা এ জীবটি।

[৪] জোঁক-যন্ত্রণার বর্ণনা দিতে গিয়ে বশর নামের এক শ্রমিক জানান, জোঁকের জ্বালায় আর বাঁচি না ভাই। কখন যে কামড়ানো শুরু করে টেরও পাওয়া যায় না। কিছুক্ষন পর একটু চুলকায়। চুলকানি দিতে গেলেই বোঝা যায় এটা জোঁক। যেই একটা ডলা দেই, ধুপ করে নিছে পড়ে যাই। কিন্তু এরপরই শুরু হয় যন্ত্রণা। জোঁকের যন্ত্রণা না থাকলে এই ধান চারা আরও আগে রোপন করতে পারতাম। বশরের সঙ্গে একই মত পোষণ করলেন অপর শ্রমিক আমিন নূর।

[৫] তিনি বলেন, আমি কয়েকটাকে আগুনেও পুড়ে ফেলেছি। জোঁক সমস্যা থেকে পরিত্রাণের বিষয়ে আনোয়ারা উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা আশীষ সরকার জানায়, জোঁক তাড়ানোর মত কোন ঔষধ নেই৷ তবে কৃষকরা যাতে জমিতে নামার সময় গামবোট, কেরাসিন, লবন মিশানো পানি, চুন হাতে রেখে নামে তার পরামর্শ দেন তিনি। কেরাসিন হাতে পায়ে লাগিয়ে ধান চারা রোপন করার বিষয়েও তিনি পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়