শিরোনাম
◈ এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব ◈ ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান ◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় পা‌টের ভাল দাম পে‌য়ে খু‌শি চাষীরা

র‌হিদুল খান : [২] যশোরের চৌগাছার কৃষকরা পাট চাষ করে এ বছর লাভের আশা করছেন। বর্তমানে নতুন পাট বাজারে আসতে শুরু করেছে, এখনও বাজার দর যা আছে তাতে করে বিঘা প্রতি অন্তত ১০ হাজার টাকা লাভ হবে বলে মনে করছেন। বছরের পর বছর পাট চাষে ব্যাপক লোকসান হওয়ার পর এ বছর ভাল দাম পেয়ে কৃষক খুশি।

[৩] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকাতে লক্ষ্যমাত্রার চেয়ে ২৫০ হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার হেক্টর জমি, সেখানে চাষ হয়েছে ২ হাজার ২৫০ হেক্টর জমিতে। এলাকায় বিশেষ রবি তোষা পাট-৮ জাতের চাষ কমবেশি হলেও বেশি চাষ হয়েছে ভারতীয় বিভিন্ন জাতের পাট। বেশ কিছু এলাকার পাট ইতোমধ্যে বাজারে আসতে শুরু করেছে। তবে অধিকাংশ এলাকার চাষিরা এখন পাট হতে আঁশ বের করছেন আর কিছু দিনের মধ্যে নতুন পাটে বাজার ভরে উঠবে।

[৪] সরেজমিন চৌগাছার তারনিবাস, কুঠিপাড়া, পাঁচনামনা, দিঘলসিংহ গ্রাম এলাকাতে যেয়ে দেখা যায়, কপোতাক্ষ নদে জাগ দেয়া পাট থেকে আঁশ বের করতে চাষিরা ব্যস্ত। কথা হয় কুঠিপাড়া গ্রামের চাষি হোসেন আলীর সাথে। তিনি বলেন, পাট চাষ করে বছরের পর বছর শুধুই লোকসান গুনেছি। কিন্তু এ বছর এখনও পাটের যে বাজার দর তাতে বিঘা প্রতি ১০ থেকে ১২ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি।

[৫] একই গ্রামের বিল্টু হোসেন বলেন, চলতি বছরে তিনি ৫ বিঘা জমিতে পাট চাষ করেন। ইতোমধ্যে বেশ কিছু পাট বাড়িতে চলে এসেছে। এখন চলছে শুকানোর কাজ। পাটের ফলন বেশ ভাল হয়েছে, বাজার দরও সন্তোষজনক তাই লাভের আশা করা যায়। বাজারের আড়ৎদার কলম হোসেন, সুলতান মাহমুদ, মিন্টু মিয়া বলেন, এ বছর বাজারে পাটের যথেষ্ট চাহিদা আছে। বর্তমানে ২৫শ হতে ৩ হাজার টাকা মণ দরে পাট কেনা হচ্ছে। বাজার দর বাড়বে, কমার সম্ভবনা কম বলে এই ব্যবসায়ীরা মনে করছেন।

[৬] উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সমরেন বিশ্বাস বলেন, পাটের কাঙ্খিত বাজার দর না পেয়ে চাষিরা এক সময় পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু গত কয়েক বছর পাটের বাজার ভাল থাকায় চাষিরা লাভবান হচ্ছে, যার কারনে প্রতি বছরই পাট চাষ বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি অফিস চাষিদের পাট চাষে আগ্রহ করতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।সম্পাদনা : সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়