শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানে ভীত অভিনেত্রী আরশি খান আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন

স্পোর্টস ডেস্ক : দিন কয়েক ধরেই খবরের শিরোনামে রয়েছেন আরশি খান। কারণ, আফগানিস্তানে অভিনেত্রীর জন্ম। আর বলিউডে তাঁর নামডাক। আর সেই প্রেক্ষিতেই আজ যখন তালিবানের সন্ত্রাসে কাঁপছে গোটা আফগানিস্তান, তখন বারবার আরশির নাম উঠে আসছে খবরে।

দিন কয়েক আগেই নায়িকা জানিয়েছিলেন, আফগানিস্তানে তাঁর জন্ম হলেও মনে-প্রাণে তিনি ভারতীয়। কারণ, মুম্বই ইন্ডাস্ট্রিতে কাজের সময় প্রশ্ন উঠেছিল আরশি খানের নাগরিকত্ব নিয়েও। তাঁর অভিযোগ, অনেকেই তাঁকে পাকিস্তানি নায়িকা বলে চোখ রাঙিয়েছিলেন! তবে নিজের পরিচয় নিয়ে ট্রোল হওয়ার পর এবার আরশি অন্য কারণে খবরের শিরোনামে। শোনা গেল, তালিবানি হানায় আতঙ্কিত হয়েই নাকি আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস

আদৌ কি তাই? ‘বিগ বস’-খ্যাত অভিনেত্রী গত বছর অক্টোবর মাসেই বাগদান সেরে ফেলেছিলেন আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে। কিন্তু বর্তমানে ওদেশে যা পরিস্থিতি, এমতাবস্থায় কোনও দিক থেকেই এই বিয়েতে রাজি নন আরশির পরিবার। আর সেকথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশি মুখ খুলেছেন তাঁর বিয়ে ভাঙার প্রসঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন, গত অক্টোবর মাসে আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়। প্রেম করে নয়, বরং আফগান ওই খেলোয়াড়ের সঙ্গে তাঁর বিবাহ স্থির করা হয়েছিল পরিবারের তরফ থেকেই। তাই বিয়েতে রাজি হয়ে যান তিনি। পাত্র তাঁর বাবার বন্ধুর ছেলে। জন্মসূত্রে আরশি আফগান-পাঠান হওয়ায়, দুই পরিবারের ভালই সম্পর্ক। ছোটবেলা থেকে আরশিও চিনতেন পাত্রকে। তাই কোনও বাঁধা ছিল না। কিন্তু বর্তমানে আফগানিস্তানে তালিবান যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, তাতেই বেঁকে বসেছে নায়িকার পরিবার। কোনও পরিবারই তাঁদের মেয়েকে ওদেশে বিয়ে দিতে রাজি হবেন না বলে জানিয়েছেন তিনি। তাই আরশির পরিবারও এই বিয়ে ভেঙে দিতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী। তাই আরশির পরিবার এখন কী সিদ্ধান্ত নেয়? সেটাই দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়