শিরোনাম
◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ ◈ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ১১:০৭ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনবাগে জন্মদিনের অনুষ্ঠানে গৃহবধূকে ধর্ষণ

মো. ফরহাদ হোসেন সেলিম: [২] নোয়াখালী সেনবাগে জন্মদিনের অনুষ্ঠানে মেয়ের সামনে মাকে ধর্ষণের ঘটনা উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ (২০) বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

[৩] ঘটনাটি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে ঘটেছে। সোমবার দুপুরে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভুক্তভোগী গৃহবধূ তার মেয়েকে নিয়ে তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যায়। ওই বাড়িতে কয়েকজন ছেলে বন্ধু ও বান্ধবীসহ তারা জন্মদিন উদযাপন করেন। রাতের খাওয়া শেষে সবাই বসে একসঙ্গে গল্প করছিলেন। রাত ১১টার দিকে ওই গ্রামের ভূইয়া বাড়ির আব্দুল হক দেলু মিয়ার ছেলে ফরহাদের (২৫) নেতৃত্বে ৭-৮ জন তাদের কক্ষে প্রবেশ করে।

[৫] এ সময় সেই স্থানে আমন্ত্রিত অতিথি পার্শ্ববর্তী দাগনভূইয়া উপজেলার সুজাতপুর গ্রামের রাজনের সঙ্গে ওই গৃহবধূর অবৈধ সম্পর্ক আছে এমন অভিযোগ তুলে তাদের দুজনকে জোরপূর্বক অন্য একটি ঘরে তুলে নিয়ে যায়। সেখানে নিয়ে ফরহাদ তাকে মারধর করে তাদের কিছু কথা জোরপূর্বক মোবাইলে রেকর্ড করে।

[৬] এরই মধ্যে রাজনের বাড়ির পরিবারকে বিষয়টি জানালে তার ভাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজনকে নিয়ে যায়। পরে ফরহাদের সহযোগীরা গৃহবধূকে নিয়ে ফরহাদের ঘরে আটকে রাখে। রাত পৌনে ১২টার দিকে ফরহাদ ওই কক্ষে গিয়ে তার সঙ্গে থাকা লোকজনের সহযোগিতায় ওই গৃহবধূকে তারই সন্তানের সামনে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে পুনরায় তার বান্ধবীর ঘরে রেখে আসে। ঘটনাটি কাউকে জানালে আরও বিপদ হবে বলে গৃহবধূকে হুমকি দিয়ে যায় ফরহাদ।

[৭] ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ধর্ষক ফরহাদকে প্রধান আসামিকে ৩ জনের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। সোমবার দুপুরে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়