হারুন-অর-রশীদ : [২] সোমবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুর শহরের বায়তুল আমান কলেজ স্টেশন এলাকায় রেল রাস্তা ক্রসিং এর সময় সে নিহত হয়। রেল রাস্তার পাঁশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেল পুলিশকে জানায়। পরে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।
[৩] জেলার কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে ফরিদপুর-ভাঙ্গাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় অজ্ঞাত এক নারী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে, ঘটনা যেহেতু রেল সংক্রান্ত তাই রেল পুলিশ ব্যবস্থা নিবে। সম্পাদনা: জেরিন আহমেদ