শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে তিনটি ভুল করেছে যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক টাইমস

লিহান লিমা: [২] প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা ভেস্তে দিয়েছে সময়, ইচ্ছা এবং বিশ্বাস সম্পর্কে তিন প্রধান ভুল।

[৩] আমেরিকানদের বিশ্বাস ছিলো তাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে। মার্কিন সামরিক কমান্ডাররা ভেবেছিলো আফগানিস্তানের সামরিক বাহিনী তারা চলে আসার পরও তালেবানের সঙ্গে লড়ে যাবে এবং মার্কিন ছত্রছায়ায় থাকা প্রেসিডেন্ট আশরাফ গণি কাবুলের নেতৃত্ব দিতে পারবেন।

[৪] টাইমস আরো জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার পরিকল্পনা ঘোষণার দুই সপ্তাহ পর ২৪ এপ্রিল পেন্টাগনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা এই পরিকল্পনা চূড়ান্ত করেন।

[৫]মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন, জেনারেল মার্ক এ মিলি, হোয়াইট হাউস ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা চার ঘণ্টার বৈঠকের তারা দুইটি সিদ্ধান্তে আসেন। প্রথমত, পেন্টাগনের কর্মকর্তারা বলেছিলেন তারা ৪ জুলাইয়ের মধ্যে ৩ হাজার ৫’শ মার্কিন সেনা সরিয়ে নিয়ে আনবেন। অর্থাৎ বাগরাম বিমান ঘাঁটি বন্ধ হবে।

[৬] দ্বিতীয়ত, পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তারা দূতাবাস খোলা রাখবেন। বাকি ১ হাজার ৪’শ মার্কিন সৈন্য, ৬৫০জন নৌ- সেনারা এর সুরক্ষা করবে।

[৭] বৈঠকে উপস্থাপিত গোয়েন্দা মূল্যায়নে অনুমান করা হয়, আফগান বাহিনী এক থেকে দুই বছরের জন্য তালেবানকে দমন করতে পারবে। আফগানিস্তানের মার্কিন নাগরিক, দ্বৈত নাগরিক এবং মিত্রদের সরিয়ে নেয়ার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছিলো। কিন্তু কাবুল বিমানবন্দর যদি তালেবান নিয়ন্ত্রণ করে তবে যুক্তরাষ্ট্র কি করবে তা আলোচনা তো দূর কেউ কল্পনাই করে নি। এভাবেই চার মাস পর নিজেদের পরিকল্পনাকে জলে ভেসে যেতে দেখে ওয়াশিংটন, পেন্টাগন ও হোয়াইট হাউস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়