শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০২:২৪ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্সেনালকে হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক : আর্সেনালের বিপক্ষে জয় পেলো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রোমেরু লুকাকু ও রিস জেমসের লক্ষ্যভেদে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

চেলসির হয়ে এই মৌসুমে খেলে আলো ছড়াতে শুরু করেছেন রোমেলু লুকাকু। অন্যরাও কম যাননি। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথম ম্যাচে ব্রেন্ডফোর্ডের কাছে ২-০ গোলে হেরেছিল মিকেল আর্তেতার দল।

ম্যাচ ঘড়ির ১৫ মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় চেলসি। সতীর্থের পাসে ডান দিক থেকে গোলমুখে আড়াআড়ি ক্রস বাড়ান রিস জেমস। নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ইন্টার মিলান থেকে আসা বেলজিয়ান লুকাকু।

ইন্টার মিলান থেকে চেলসিতে ফেরার পর প্রথম ম্যাচেই জালের দেখা পেলেন এই বেলজিয়ান স্ট্রাইকার।

এরপর আক্রমণ অব্যাহত রাখে চেলসি। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মার্কাস আলোনসো থেকে পাওয়া বল মাউন্ট বাড়ান ডান দিকে ফাঁকায় থাকা জেমসকে। দারুণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন প্রথম গোলে অবদান রাখা এই ডিফেন্ডার।

৪১মিনিটে পেনাল্টির জোরালো আবেদন করেছিল আর্সেনাল। রেফারির সাড়া মেলেনি। বিরতির পর আর্সেনাল সুযোগ পেয়েও গোল শোধ দিতে পারেনি।

৫০ মিনিটে সাকার দূরপাল্লার শট প্রতিহত করেন গোলরক্ষক মঁদি।

৭৬ মিনিটে লুকাকু পাননি দ্বিতীয় গোলের দেখা। মাউন্টের ক্রসে বেলজিয়ান স্ট্রাইকারের বুলেট গতির হেড গেলকিপারের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে প্রতিহত হয়।

শেষ পর্যন্ত চেলসি ২-০ স্কোরলাইন রেখে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এদিকে সাউথ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রেদের আত্মঘাতী গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ে। তবে দলকে সমতায় ফেরান ম্যাসন গ্রিনউড।

প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত ওলে গানার শুলসারের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়