আসিফুজ্জামান পৃথিল: [২] তালিবানদের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।
[৩] তাদের দাবি, আগে থেকেই দখলে থাকা পানশির ভ্যালির কাছের এই ৩ জেলা তালিবানদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আফগান প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদি বলেছেন, অবশ্যই তারা তালিবানকে পরাস্ত করবেন। তার দেওয়া তথ্যমতে, পানশিরের উত্তরে বাঘলান প্রদেশের দেহ সালেহ, বানো আর পুল-হাসের জেলার নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। বিবিসি
[৪] এটি পরিস্কার নয়, এই অভিযানে কোন কোন বাহিনী অংশ নিয়েছে। তবে ধারণা করা হচ্ছে নর্দান অ্যালায়েন্স বলে পরিচিত মিলিশিয়া বাহিনীই এই দখলে অংশ নিয়েছে। সাম্প্রতিক সময়ে পানশির প্রদেশে আশ্রয় নিয়েছেন আমরুল্লাহ সালেহ ও বিসমিল্লাহ মোহাম্মদি। সেখানে রয়েছেন আফগান বীর বলে পরিচিত নর্দান অ্যালায়েন্সের সাবেক নেতা আহমেদ শাহ্ মাসুদের পুত্র আহমেদ মাসুদ। টাইমস অব ইন্ডিয়া
[৫] আহমেদ মাসুদ বলেছেন, তালিবানদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে অ্যালায়েন্স। পানশির কখনই তালিবানদের পদানত হয়নি। অতি দূর্গম এই প্রদেশ সবসময় শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য পরিচিত। আলেকজান্ডার, ব্রিটিশ বাহিনী, সোভিয়েত ইউনিয়ন, প্রথম দফার তালিবান কেউই এই রাজ্যের দখল নিতে পারেনি।
[৬] সম্প্রতি আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের অন্তবর্তী প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশ ছেড়ে কখনই পালাবেন না। প্রয়োজনে তালিবানের সঙ্গে লড়াই করে প্রাণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। সম্পাদনা : রাশিদ