সুজন কৈরী: [২] রাজধানীর খিলগাঁও এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে সাইফুল ওরফে হাবিবকে আটক করেছে র্যাব-৩। তার কাছ থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
[৩] র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব জানতে পারে, সাইফুলের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী খিলগাঁও, মুগদা, সবুজবাগ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এরই প্রেক্ষিতে র্যাব-৩ ছায়া তদন্ত করে। এরই প্রেক্ষিতে র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী ও শীর্ষ সন্ত্রাসী সাইফুলকে আটক করে। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইফুলের কাছ থেকে র্যাব জানতে পেরেছে, তিনি রাজধানীর খিলগাঁও, মুগদা, সবুজবাগ এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজী ও সন্ত্রাসমূলক কর্মকান্ড চালাচ্ছিলেন।
[৫] সাইফুলের বিরুদ্ধে খিলগাঁও, মুগদা ও সবুজবাগ থানায় ১টি অস্ত্র, ২টি ডাকাতি ও ২৫টি মাদক মামলা রয়েছে।