নিজস্ব প্রতিবেদক: [২] এএফসি কাপের ডি গ্রুপে বসুন্ধরা কিংস ও ভারতীয় ক্লাব বেঙ্গালুরুর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুই দলের জোড়ালো আক্রমনেও কোন দল গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত গোল শূণ্য শেষ হয় ম্যাচটি। শনিবার (২১ আগস্ট) বিকাল ৫ টায় শুরু হওয়া ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুদল।
[৩] এএফসি কাপ ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পায় বসুন্ধরা কিংস।
[৪] এএফসি কাপে ইন্টার-জোন প্লে অফ সেমিফাইনাল খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বসুন্ধরা কিংসকে। এ কারণে তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে মোহনবাগান পয়েন্ট হারালে আর বসুন্ধরা কিংস নিজেদের ম্যাচে জিতলে সমীকরণ অনেকটাই সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার মোহনবাগানের সঙ্গে ড্র করলেই পরের রাউন্ডে খেলবে অস্কার ব্রুজোনের দল। দলের ইরানি ডিফেন্ডার খালিদ শাফি অবশ্য সামনের প্রতিটা ম্যাচই জিততে চান।