শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নভেম্বরে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব

স্পোর্টস ডেস্ক : [২] জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে আগামী নভেম্বর-ডিসেম্বরে। এই প্রতিযোগিতা দিয়ে লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। গত বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার তারা মাঠে নেমেছিল।

[৩] শুক্রবার (২০ আগস্ট) এক বিবৃতিতে বিশ্বকাপ বাছাইয়ের ভেন্যু ও সময় প্রকাশ করেছে আইসিসি। আগামী ২১ নভেম্বর শুরু হয়ে সেটা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। তবে চূড়ান্ত সূচি এখনও জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

[৪] নভেম্বরের আগেই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে সালমা খাতুন-জাহানারা আলমদের। তবে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

[৫] গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল এসেছিল বাংলাদেশ সফরে। তাদের বিপক্ষে বাংলাদেশের যে ইমার্জিং দলটি খেলেছিল, সেখানে ছিলেন জাতীয় দলের প্রায় সব তারকাই। বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে মোট দশটি দল। বাংলাদেশসহ পাঁচটি দল সরাসরি সেখানে জায়গা পেয়েছে। বাকিরা হলো আয়ারল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। আঞ্চলিক পর্ব পেরিয়ে আসা দলগুলো হলো থাইল্যান্ড (এশিয়া), জিম্বাবুয়ে (আফ্রিকা), পাপুয়া নিউগিনি (পূর্ব এশিয়া-প্রশান্ত), যুক্তরাষ্ট্র (আমেরিকা) ও নেদারল্যান্ডস (ইউরোপ)।

[৬] বাছাইপর্বের বাধা পেরিয়ে তিনটি দল পাবে বিশ্বকাপের টিকিট। সেখানে আগেই স্থান করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের মাটিতে আর দলের নারী বিশ্বকাপ আয়োজিত হবে আগামী বছর মার্চ-এপ্রিলে। চলতি বছরই আসরটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে তা এক বছর পিছিয়ে গেছে। - ক্রিকইনফো/ ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়