শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০২:০৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে পদ্মার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

রিয়াদ ইসলাম: [২] ভাদ্রের শুরুতেই ফুলে-ফেঁপে ওঠেছে কীর্তিনাশা পদ্মা। গেল কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে-ঈশ্বরদীর পদ্মা নদীতে হু হু করে পানি বাড়ছে।

[৩] শুক্রবার (২০ আগস্ট) সকাল সকাল ৬টায় পানির উচ্চতা মাপা হয়েছে ১৪ দশমিক ১৭ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমানে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

[৪] সর্বশেষ ২০১৯ সালের ১ অক্টোবর এই পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিলো বলে জানা গেছে।

[৫] খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই প্রায় ৭-৮ সেন্টিমিটার করে পানি বাড়ছে নদীতে৷ ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন আড়ামবাড়িয়া ও গোপালপুর নদীর তীরবর্তী এলাকায় ইতোমধ্যে ভাঙন শুরু হয়েছে। এভাবে পানি বাড়লে আগামী দুই-তিন দিনের মধ্যে ভাঙন আরও বাড়বে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষ।

[৬] পাবনা পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মায় ১৪ দশমিক ১৭ মিটার পানি প্রবাহিত হচ্ছে। একদিনে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীতে আরো পানি বৃদ্ধি পেতে পারে।

[৭] পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, এখনই উদ্বিগ্ন হওয়ার মতও সময় আসেনি। এভাবে আরও কিছুদিন গেলে তবেই ভাঙন বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ আগামী অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে পানি বাড়তে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়