শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন ক্লিনিক-ফার্মেসিতে টাকায় মিলছে করোনা টিকা, তদন্ত করবে ইপিআই

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন আগে নিবন্ধন করে যখন টিকা পাচ্ছে না সাধারণ মানুষ, তখন বিভিন্ন ক্লিনিক-ফার্মেসিতে টাকায় মিলছে সেই টিকা! যদিও দেশে টিকা আসার পর এগুলো বিমানবন্দর থেকে সরাসরি স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) নিজস্ব স্টোররুমে কঠোর নিরাপত্তায় সংরক্ষণের কথা। ঢাকা পোস্ট

তবুও কী করে এই টিকা ফার্মেসি-ক্লিনিকগুলোতে গেল, প্রশ্ন এখন সবার মুখে। এ প্রসঙ্গে ইপিআই বলছে, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এর আগে কিছুই বলা যাচ্ছে না।

বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্না টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করে পুলিশ।

এবিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে মডার্না টিকা দেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টা থেকে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করি। অভিযানে গিয়ে আমরা দেখি, ক্লিনিকে দুই জন টিকা নিচ্ছেন। পরে অভিযানে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়া অভিযোগে প্রতিষ্ঠানটি মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করি। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুটি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক কর্মকর্তা বলেন,
অজানা কারণেই মর্ডানার টিকায় সাধারণ মানুষের আস্থা বেশি। আবার এদিকে দীর্ঘদিন যাবৎ নিবন্ধন করেও কাঙ্ক্ষিত টিকা পাচ্ছে না মানুষ। তাই যেখানেই টিকার খোঁজ পাচ্ছে, সেখান থেকেই নেওয়ার চেষ্টা করছে। আর এ সুযোগটাই নিচ্ছে অসাধু কিছু সুবিধাভূগীরা।

কীভাবে এই টিকা ক্লিনিক-ফার্মেসিতে যাচ্ছে জানতে চাইলে ইপিআইয়ের কর্মসূচি ব্যবস্থাপক ডা. মওলা বক্স চৌধুরীবলেন, আমি ১১ দিন যাবৎ করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছি। তাই কীভাবে কী হলো আমি বলতে পারছি না। আমরা অবশ্যই এটা নিয়ে তদন্ত করবো, এরপরই আপনাদের বিস্তারিত জানাবো। তবে এর আগে আমি কিছু বলতে পারবো না।

তিনি বলেন, মিডিয়া ও প্রশাসনের যেসব কর্মকর্তারা আছেন, আপনারাও যদি কোন তথ্য-উপাত্ত পান, অবশ্যই আমাদের জানাবেন। এটা নিয়ে আমরা কাজ করব এবং এর সঙ্গে যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় আমরা ব্যবস্থা নেব।

বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে দক্ষিণখান থানার পরিদর্শক আরও বলেন, আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি প্রতি ডোজ টিকা ১ হাজার টাকার বিনিময়ে মানুষকে দিতেন। তিনি এখন পর্যন্ত কত জনকে টিকা দিয়েছেন এবং কোথায় থেকে এ টিকা পেয়েছেন তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়