শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ১০:২১ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : [২] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে সবার আগে দল ঘোষণা করেছিলো নিউজিল্যান্ড। আইসিসির বেঁধে দেয়া সূচি ১০ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করার কথা থাকলেও প্রায় কুড়ি দিন আগেই জানিয়ে দিল কারা খেলবে বিশ্বকাপে।

[৩] গত জুলাইতে উইন্ডিজ সিরিজে চোটে ছিটকে যাওয়া অ্যারন ফিঞ্চ বাংলাদেশ সফরে না আসতে পারলেও অস্ট্রেলিয়া দলে অধিনায়ক করা হয়েছে অ্যারন ফিঞ্চকে।

[৪] গ্লেন ম্যাক্সওয়েল, কেইন রিচার্ডসন, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার এবং প্যাট কামিন্স ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরে না থাকলেও ফিরেছেন বিশ্বকাপ দলে। স্টিভ স্মিথ কনুইয়ের চোট থেকে সেরে উঠেছেন, অধিনায়ক অ্যারন ফিঞ্চেরও হাঁটুর অস্ত্রোপচার সফল হওয়ায় সুস্থ হবার পথে। বেইলি বলেন, যারা দলে ফিরেছে তারা অনেক অভিজ্ঞ খেলোয়াড়। আন্তর্জাতিক টুর্নামেন্টে কীভাবে সফল হওয়া যায় সব উভিজ্ঞতাই তাদের রয়েছে।

[৫] ১৫ সদস্যের দলে দলে নতুন মুখ জশ ইংলিস। যার কোনও অভিজ্ঞতাই নেই আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ফরম্যাটে খেলার। জশ ইংলিসকে নিয়ে কোচ বেইলি বলেছেন, সাদা বলের ক্রিকেটে শেষ কয়েকটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছে জশ। ও আমাদের নজরে ছিল। সম্প্রতি ভাইটালিটি ব্লাস্টে রান সংগ্রাহকের তালিকায়ও শীর্ষে ছিলেন।

[৬] ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেইন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, মিচেল সুইপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

রিজার্ভ সদস্য: ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল শামস। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়