সুজিৎ নন্দী: [২] বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আধুনিকায়ন করার জন্য ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ১৫ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলছে। শিঘ্রই কার্যাদেশ দেয়া হবে ।
[৩] প্রকল্পের পরিচালক সূত্র জানায়, তিনটি বেইজমেন্ট, ওপরে ১২টি ফ্লোরে বিভিন্ন কাজ হবে। নতুন ভবনে হোটেল অ্যাকোমুডেশান, করপোরেট অফিস, চ্যানেলগুলোর চাহিদা অনুযায়ি ২টি ফ্লোর রাখার প্ল্যান আছে। থাকবে ফুডকোট, টপফ্লোরে থাকবে আধুনিক মাল্টিপ্লেক্স। বহুতল ভবন হলে এফডিসির আয় বাড়বে এবং শুটিং ফ্লোরের অভাবও দূর হবে।
[৪] জানা যায়, তৈরি হবে শুটিং ফ্লোর, নাট্যমঞ্চ, সিনেপ্লেক্স, হোটেল, টিভি শ্যুটিং স্পট, শিল্পীদের থাকার ব্যবস্থা, বিদেশী শিল্পীদের থাকার ব্যবস্থাসহ অত্যাধুনিক চলচ্চিত্র নির্মাণ ব্যবস্থা।
[৫] এফডিসিকে আধুনিকভাবে গড়ে তুলতে ২০১৮ সালের ৩ অক্টোবর ৩২২ কোটি ৭০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সেখানে উল্লেখ আছে ৭৩ হাজার ৪৬৯ বর্গমিটারের ফ্লোরের। সেই কাজের অংশ হিসাবে এফডিসিতে বহুতল কমপ্লেক্স নির্মাণ করতেই এসব পুরনো স্থাপনা ভাঙার উদ্যোগ নেয়া হয়েছে।
[৬] বর্তমান সরকার এফডিসির আধুনিকায়ন করার জন্য ৯৪ কাঠা জমির ওপর নতুন এ ভবন নির্মাণের করছে। এফডিসির পূর্ব পাশে বিশাল জায়গাজুড়ে এটি নির্মিত হবে। আর পূর্ব পাশের চলচ্চিত্র সমিতিগুলোর অফিস, ল্যাব ও ৫টি পুরনো ফ্লোর আগের মতোই থাকবে।
[৭] এফডিসির দায়িত্বশীল সূত্র জানায়, এফডিসি বন্ধ করে কবীরপুর ফিল্ম সিটিতে সবাই চলে যাচ্ছে, বিষয়টি আসলে তা নয়। দুটি দুই জায়গাতেই থাকবে এবং সক্রিয় থাকবে।
[৮] প্রকল্প সূত্র জানায়, এই স্থানে সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্সের সুবিধার বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে শুরু হবে।