শিরোনাম
◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, শুটার পালানোয় নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিশ ◈ আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ◈ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ◈ হাসনাত কি সরকারের অংশ? ভারতের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন (ভিডিও) ◈ মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ ◈ বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ◈ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা ◈ পুরান ঢাকায় ভয়াবহ আগুন ◈ বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগস্ট মাসের শোকগাথা আমরা কিছুতেই ভুলতে পারি না: নাজমুল হাসান পাপন

নিজস্ব প্রতিবেদক: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

[৩] রোববার ১৫ আগস্ট বিসিবি সভাপতি নিজে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। বিসিবি প্রাঙ্গণে আলোচনা-মিলাদ শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোকসভায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

[৪] বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, যারা এই দেশকে ভালোবাসে, বিশ্বাস করে, মানে তাদের কারো পক্ষে এই দিনটিকে ভুলে যাওয়া সম্ভব নয়। ইতিহাসের সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড হয়েছিল এই দিনে। বঙ্গবন্ধুর পরিবারের মহিলা ও বাচ্চাদেরকেও তারা ছাড়েনি। এটা অকল্পনীয়।

[৫] এখন আমাদেরতো কিছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। এ জন্য এই আগস্টে শুধু বিসিবিই নয়, সারা বাংলাদেশ জুড়েই এই শোক দিবস পালন করা হচ্ছে। এখানে সকাল থেকে কোরআন খতম হয়েছে। যতগুলো মাদ্রাসায় পেরেছি আমরা খাবার পৌঁছে দিয়েছি।

[৬] তিনি আরও বলেন, আগষ্ট মাসটা শোকের মাস। আমরা ওভাবেই এটা পালন করে আসছি সব সময়। তারপরও জীবনতো থেমে থাকে না। জীবন চালিয়ে নিতে হয়, এই জিনিসগুলোতে আমরা কখনো ভুলি না। আগষ্টেও খেলা হচ্ছে, সেটাতো আমরা কখনো চিন্তা করিনি। এই যে খেলা হচ্ছে, বাংলাদেশ জিতলে আমরা খুশি হচ্ছি। কিন্তু যতকিছুই করি, আগষ্ট মাসের শোকগাথা আমরা কিছুতেই ভুলতে পারি না।

[৭] অবশ্যই ১৫ আগষ্টের সঙ্গে কোন কিছুর তুলনা হয় না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংশতম হত্যাকাণ্ড। এরপরই আছে ২১ আগষ্ট। কাজেই এই আগষ্ট মাসটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর মাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়