শিরোনাম
◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগস্ট মাসের শোকগাথা আমরা কিছুতেই ভুলতে পারি না: নাজমুল হাসান পাপন

নিজস্ব প্রতিবেদক: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

[৩] রোববার ১৫ আগস্ট বিসিবি সভাপতি নিজে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। বিসিবি প্রাঙ্গণে আলোচনা-মিলাদ শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোকসভায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

[৪] বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, যারা এই দেশকে ভালোবাসে, বিশ্বাস করে, মানে তাদের কারো পক্ষে এই দিনটিকে ভুলে যাওয়া সম্ভব নয়। ইতিহাসের সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড হয়েছিল এই দিনে। বঙ্গবন্ধুর পরিবারের মহিলা ও বাচ্চাদেরকেও তারা ছাড়েনি। এটা অকল্পনীয়।

[৫] এখন আমাদেরতো কিছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। এ জন্য এই আগস্টে শুধু বিসিবিই নয়, সারা বাংলাদেশ জুড়েই এই শোক দিবস পালন করা হচ্ছে। এখানে সকাল থেকে কোরআন খতম হয়েছে। যতগুলো মাদ্রাসায় পেরেছি আমরা খাবার পৌঁছে দিয়েছি।

[৬] তিনি আরও বলেন, আগষ্ট মাসটা শোকের মাস। আমরা ওভাবেই এটা পালন করে আসছি সব সময়। তারপরও জীবনতো থেমে থাকে না। জীবন চালিয়ে নিতে হয়, এই জিনিসগুলোতে আমরা কখনো ভুলি না। আগষ্টেও খেলা হচ্ছে, সেটাতো আমরা কখনো চিন্তা করিনি। এই যে খেলা হচ্ছে, বাংলাদেশ জিতলে আমরা খুশি হচ্ছি। কিন্তু যতকিছুই করি, আগষ্ট মাসের শোকগাথা আমরা কিছুতেই ভুলতে পারি না।

[৭] অবশ্যই ১৫ আগষ্টের সঙ্গে কোন কিছুর তুলনা হয় না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংশতম হত্যাকাণ্ড। এরপরই আছে ২১ আগষ্ট। কাজেই এই আগষ্ট মাসটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর মাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়