শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোন কাজে আসছে না প্রতিবন্ধীদের জন্য ৮৩ কোটি টাকা ব্যয়ে তৈরি ভবনটি

মারুফ মালেক: [২] রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ভবনটি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে ১৫ তলা ভবন করা হলেও তা কাজে আসছে না। ৯ বছরেও হয়নি জমির সুরাহা।

[৩] আকাশমুখী ১৫ তলা সুদৃশ্য ভবনটির অবস্থান রাজধানীর মিরপুর ১৪ নম্বরে। ছয় একর জায়গার ওপর ‘সুবর্ণ’ নামের ভবনটি করা হয়েছিল প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, খেলাধুলা ও তাঁদের সাংস্কৃতিক বিকাশের জন্য। ৮৩ কোটি টাকা খরচ করে নির্মিত সুউচ্চ ভবনটি উদ্বোধন করা হয় প্রায় দুই বছর আগে। কিন্তু চালুর পর থেকে বহুতল ভবনটি শুধু মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। অথচ যাঁদের জন্য এত টাকা খরচ করে ভবনটি করা হলো, তাঁদেরই দেখা নেই সেখানে।

[৪] প্রতিষ্ঠানটির জনবলসংকটের পাশাপাশি আছে ভবনের জমি নিয়েও জটিলতা। এই জমি ছাড়তে চায় না সমাজসেবা অধিদপ্তর। ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কাজটিও আটকে আছে। বাদ সাধছে সমাজসেবা অধিদপ্তর। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুই প্রতিষ্ঠানের টানাপোড়েনে বন্দী হয়ে পড়ছে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন।

[৫] কিন্তু এত টাকা খরচ করেও কেন প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না? জানতে চাইলে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনিছুজ্জামান বলেন, জনবলসংকটের কারণে সব সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে কিছু সেবা চলমান আছে। তিনি বলেন, শূন্য পদের বিপরীতে জনবল চাওয়া হয়েছে। তবে এখনো পাওয়া যায়নি। প্রথম আলো।

[৬] সারা দেশে এখন প্রতিবন্ধী মানুষের সংখ্যা ২২ লাখ। চলমান করোনা মহামারির মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো কার্যক্রম নেই ফাউন্ডেশনের। করোনা শুরুর দিকে জেলা প্রশাসকের মাধ্যমে সারা দেশে মাত্র এক কোটি টাকা বিতরণ করেছিল ফাউন্ডেশন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ফাউন্ডেশনের সহযোগিতা বলতে এতটুকুই। তহবিলে পর্যাপ্ত টাকা থাকার পরও প্রতিবন্ধীদের সহযোগিতায় নীরব ভূমিকায় ফাউন্ডেশন। বাঙ্গিনিউজ.কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়