স্পোর্টস ডেস্ক: [২] কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসনরা পাকিস্তান সফরে না এসে আইপিএল খেলবেন। তা নিয়ে আইসিসির দিকে আঙুল তুলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।
[৩] তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। ২০০৫ সালের পর ১৬ বছর পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে তারা। সফরে ১৪ ও ১৫ই অক্টোবর দুটি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। আর সেখানে খেলবেন ইয়ন মরগান, জস বাটলার, মঈন আলীরা।
[৪] যদিও সেই সময়ই আরব আমিরাতে চলবে আইপিএলের স্থগিত হওয়া অংশে। পাকিস্তান সফরের সময় আইপিএলের প্লে-অফ পর্ব শুরু হবে। তাই ইংলিশ ক্রিকেটাররা আইপিএল নয় খেলবেন পাকিস্তান সফরে।
[৫] ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ দাবি করেছে, প্লে অফের আগে আইপিএল ছাড়তে পারেন মরগানরা।
[৬] আর পাকিস্তান সফর নিয়ে হ্যারিসন বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ খেলার জন্য পাকিস্তানে যাওয়ার প্রত্যাশা করছি। ২০০৪ সালের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। কৌশলগতভাবে আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ দলগুলো পাকিস্তানে ফিরে যেতে শুরু করেছে। আমরা আইসিসির সদস্যের প্রতি সমর্থন দেখাতে চাই।
[৭] উল্লেখ্য, ৯ অক্টোবর ইয়ন মরগ্যানের নেতৃত্বে ইংল্যান্ড দল পাকিস্তানের মাটিতে পা রাখবে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ১৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা দেবে ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াডটি। দুইটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।- আইপিএল/ক্রিকটাইমস্