শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড আক্রান্তদের ক্ষেত্রে হাইপক্সিয়া হতে পারে প্রাণঘাতী: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

আব্দুল্লাহ মামুন: [২] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী আরও বলেন, শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের নিচে নেমে গেলে শরীরের ওই অবস্থাকে হাইপক্সিয়া বলে।

[৩] তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে ফুসফুস ইফেক্টেড হলে শ^াস নেওয়ার ক্ষমতা কমে যায়, ফলে রক্তে অক্সিজেন কমে অত্যান্ত বিপজ্জনক অবস্থা হতে পারে। কখনো কখনো রোগী বুঝতে পারবে না ক্লান্তি আসবে, বুক ভরে শ^াস নিতে পারবে না এটি হেভি হাইপক্সিয়া।

[৪ি] ডা. লেলিন চৌধুরী বলেন, রক্তে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা বজায় না থাকলে মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়, কারণ অক্সিজেন হলো মানুষের সব প্রত্যঙ্গের প্রধান পরিচালক শক্তি।

[৫] তিনি আরও বলেন, হাইপক্সিয়া শরীরে অক্সিজেনের সরবরাহ কমে গেলে যেসব প্রত্যঙ্গের অক্সিজেন সবচেয়ে বেশি দরকার হয় - যেমন হৃদপিণ্ড, লিভার ও কিডনী এগুলোসহ প্রধান প্রধান প্রত্যঙ্গগুলো আর ঠিক মতো কাজ করে না। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে এক পর্যায়ে তা মানুষকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। আর এজন্যই হাইপক্সিয়া বিপজ্জনক।

[৬] ড. লেলিন চৌধুরী বলেন, কোভিডকালীন হাইপক্সিয়া থেকে বাঁচার জন্য নিয়ম করে দিনে অন্তত চার বার পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন মেপে নিতে হবে। যদি এটি ৯৪ শতাংশের নিচে আসে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়