শিরোনাম
◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব ◈ সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট ◈ ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি ◈ কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ২১ ইউনিট (ভিডিও) ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সাম‌নে থরথর করে কাঁপছে ভারতীয় ব্যাটিং, আবার হোয়াইটওয়াশের আশঙ্কা ◈ কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি  ◈ হিজবুল্লাহ অবশ্যই প্রভাবশালী কমান্ডার হত্যার জবাব দেবে এবং সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক: আরব বিশ্লেষক ◈ বেনাপোল বন্দরে আমদানি–রফতানি ৩৩৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১,৯১৬ ◈ গেজেট প্রকাশ বুধবারের মধ্যে, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা ◈ বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার চিকিৎসায় ম্যালেরিয়া ও ক্যান্সারসহ তিন রোগের ওষুধের সমন্বিত বৈশ্বিক ট্রায়াল শুরু করবে ডব্লিউএইচও

সুমাইয়া ঐশী: [২] মোট ৫২টি দেশের হাসপাতালে ভর্তি করোনা রোগীদের ওপর চলবে এই বৈশ্বিক ট্রায়াল। মূলত, করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের মৃত্যু ঝুঁকি কমাতে গবেষকদের একটি নিরপেক্ষ প্যানেল এই ওষুধগুলো বেছে নিয়েছে। আল জাজিরা

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে জানা গেছে, ম্যালেরিয়ার ওষুধ আর্টেসুনেট, নির্দিষ্ট কিছু ক্যান্সারে ব্যবহার করা ইমাটিনিব এবং জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত ক্রোন বা আথ্রাইটিসের মতো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহৃত ওষুধ ইনফ্লিক্সিম্যাব ব্যবহার করা হবে এই ট্রায়ালে। বিশ্ব স্বাস্থ্যসংস্থার মহাপরিচালক টেডরোস আধানোম গেব্রিয়াসুস বলেন একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] বিশ্ব স্থাস্থ্য সংস্থার এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘সলিডারিটি ট্রায়াল’। এই প্রকল্পের কাজ হলো, করোনার জন্য কার্যকরী ওষুধ আবিষ্কার। গত বছরই এর প্রাথমিক ট্রায়াল শুরু করেছে হু। ঐ সময় চারটি ওষুধের প্রয়োগ করা হয়েছিলো। এর মধ্যে ছিলো রেমডেসিভির, হাইড্রোঅক্সিক্লোরোকুইন, লপিনাভির এবং ইন্টারফেরন। রয়টার্স

[৫] ঐ সময় কানাডা, ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনসহ ৫২টি দেশের ৬০০টি হাসপাতালের রোগীর ওপর ট্রায়াল করা হয়, তবে তেমন সফলতা মেলেনি। ঐ ট্রায়ালের চূড়ান্ত রিপোর্ট খুব শিগগিরই হাতে পাবে ডব্লিউএইচও। তবে করোনার আরো কার্যকারি ওষুধ খুঁজতে নতুন করে এই তিনটি রোগের ওষুধকে বেছে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়