নিউজ ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ি দেওয়ালিয়া বাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ।
ফায়ার সার্ভিস জানায়, সাড়ে ৯টার দিকে স্থানীয় মোয়াজ্জেম হোসেনের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পাশের আরও ৫টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিডিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দল হামিদ জানান, আগুন লাগার পরে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।