শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা শিথিল হতেই শুরু হলো শুটিং

ইমরুল শাহেদ: করোনা মহামারির ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শিথিল হতেই নির্মাতারা শুটিংয়ের জন্য তৎপর হয়ে উঠেছেন। চিত্রনায়িকা কেয়া জানিয়েছেন, তিনি ‘কথা দিলাম’ ছবির কাজ শুরু করেছেন। শুটিংয়ের প্রথম দিনেই তিনি কাজ করছেন পূবাইলে। তিনি জানান, তার মাকে হাসপাতালে রেখে তিনি শুটিং করছেন। তার মায়ের নিয়মিত ডায়ালাসিসের দরকার হয় এবং তিনি ডেঙ্গু জ্বরেও আক্রান্ত হয়েছেন। এছাড়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিং হচ্ছে।

শাকিব খান বুধবার থেকেই শুটিংয়ে অংশ নিতে শুরু করেছেন। বুবলী বলেছেন, চলাচলে বিধিনিষেধ থাকার সময়ে তিনি সারাক্ষণই বাসায় ছিলেন। এই ছবিটির জন্য প্রস্তুতিও নিয়েছেন। বুধবার থেকে তিনিও ছবিটির শুটিংয়ে অংশ নিতে শুরু করেছেন। গত ৮ আগস্ট থেকেই এফডিসিতে শুরু হয়েছিল সেট তৈরির কাজ। পরিচালক তপু খান গণমাধ্যমকে বলেন, ‘প্রথম চার দিন দৃশ্যের কাজ হবে। এরপর দুটি গানের শুটিং করব। এক-দুই দিন বিরতি দিয়ে রোমান্টিক গান দুটির শুটিং হবে। আমরা অবশিষ্ট শুটিং এই মাসের মধ্যেই শেষ করতে চাই।’ আরো কিছু ছবির সেট তৈরি হচ্ছে।

আগামী সপ্তাহ থেকে নতুন করে কয়েকজন নির্মাতা কাজ শুরু করতে চান। সৈকত নাসির পরিচালিত তালাশ ছবির কাজও শুরু হতে যাচ্ছে। এ ছবিরও নায়িকা বুবলী। তার সঙ্গে রয়েছেন দু’জন নতুন নায়ক। পরিচালক বন্ধন বিশ্বাস বলেছেন, ছায়াবৃক্ষ ছবির অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি। শাপলা মিডিয়ার একটি সূত্র জানিয়েছে, একশ’ ছবির উদ্যোগের অংশ হিসেবে প্রথম যে দশটি ছবির কাজ শুরু হয়েছিল সেগুলো এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপের জন্য যারা অপেক্ষমান আছেন, তাদের কারো কারো মধ্যে নেমে এসেছে হতাশা। নাম প্রকাশ না করার শর্তে একজন পরিচালক বলেন, শুটিং শুরু করার কথা বলা হলেও সময় নির্ধারণ করা হচ্ছে না। হয়তো শিগগিরই সেই উদ্যোগের নতুন কোনো ছবি শুরু হবে না। নিষেধাজ্ঞা শিথিল হতেই শুরু হলো শুটিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়