শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা শিথিল হতেই শুরু হলো শুটিং

ইমরুল শাহেদ: করোনা মহামারির ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শিথিল হতেই নির্মাতারা শুটিংয়ের জন্য তৎপর হয়ে উঠেছেন। চিত্রনায়িকা কেয়া জানিয়েছেন, তিনি ‘কথা দিলাম’ ছবির কাজ শুরু করেছেন। শুটিংয়ের প্রথম দিনেই তিনি কাজ করছেন পূবাইলে। তিনি জানান, তার মাকে হাসপাতালে রেখে তিনি শুটিং করছেন। তার মায়ের নিয়মিত ডায়ালাসিসের দরকার হয় এবং তিনি ডেঙ্গু জ্বরেও আক্রান্ত হয়েছেন। এছাড়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিং হচ্ছে।

শাকিব খান বুধবার থেকেই শুটিংয়ে অংশ নিতে শুরু করেছেন। বুবলী বলেছেন, চলাচলে বিধিনিষেধ থাকার সময়ে তিনি সারাক্ষণই বাসায় ছিলেন। এই ছবিটির জন্য প্রস্তুতিও নিয়েছেন। বুধবার থেকে তিনিও ছবিটির শুটিংয়ে অংশ নিতে শুরু করেছেন। গত ৮ আগস্ট থেকেই এফডিসিতে শুরু হয়েছিল সেট তৈরির কাজ। পরিচালক তপু খান গণমাধ্যমকে বলেন, ‘প্রথম চার দিন দৃশ্যের কাজ হবে। এরপর দুটি গানের শুটিং করব। এক-দুই দিন বিরতি দিয়ে রোমান্টিক গান দুটির শুটিং হবে। আমরা অবশিষ্ট শুটিং এই মাসের মধ্যেই শেষ করতে চাই।’ আরো কিছু ছবির সেট তৈরি হচ্ছে।

আগামী সপ্তাহ থেকে নতুন করে কয়েকজন নির্মাতা কাজ শুরু করতে চান। সৈকত নাসির পরিচালিত তালাশ ছবির কাজও শুরু হতে যাচ্ছে। এ ছবিরও নায়িকা বুবলী। তার সঙ্গে রয়েছেন দু’জন নতুন নায়ক। পরিচালক বন্ধন বিশ্বাস বলেছেন, ছায়াবৃক্ষ ছবির অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি। শাপলা মিডিয়ার একটি সূত্র জানিয়েছে, একশ’ ছবির উদ্যোগের অংশ হিসেবে প্রথম যে দশটি ছবির কাজ শুরু হয়েছিল সেগুলো এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপের জন্য যারা অপেক্ষমান আছেন, তাদের কারো কারো মধ্যে নেমে এসেছে হতাশা। নাম প্রকাশ না করার শর্তে একজন পরিচালক বলেন, শুটিং শুরু করার কথা বলা হলেও সময় নির্ধারণ করা হচ্ছে না। হয়তো শিগগিরই সেই উদ্যোগের নতুন কোনো ছবি শুরু হবে না। নিষেধাজ্ঞা শিথিল হতেই শুরু হলো শুটিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়