সুমাইয়া ঐশী: [২] বেকারত্ব নয়, অকল্পনীয় শ্রমিক সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র। মার্কিন শ্রম মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত মাসের শেষ তারিখে দেশটিতে শূন্যপদের সংখ্যা ৫ লাখ ৯০ হাজার থেকে বেড়ে ১০ মিলিয়ন বা ১ কোটিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতি মার্কিন অর্থনীতিবিদদের ধারণারও বাইরে। বিবিসি
[৩] বিপুল পরিমাণ এই শ্রমসংকটের কারণ হিসেবে বলা হচ্ছে, করোনার মধ্যে সন্তানের দেখাশোনার জন্য বহু নারী চাকরি ছাড়ে। বর্তমানে দেশটিতে করোনার বিধি-নিষেধ শিথিল হলেও তারা এখনো কর্মক্ষেত্রে ফেরেননি। এছাড়া করোনাকালে সময়ের আগেই অবসরে চলে যাওয়া, চাকরির খাত বদল এবং অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বেকারত্বের সুবিধার জন্যও এমন হতে পারে বলে মনে করেন অনেকে। তবে অর্থনীতিবিদদের একাংশের মত, নিম্ন পদের বহু চাকরিও এর মধ্যে ধরা হচ্ছে।
[৪] তবে যেহেতু বিশ্ব আবার স্বাভাবিক হতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রে করোনা বিধি নিষেধও শিথিল হচ্ছে, তাই বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী বছরই মহামারির আগের অবস্থানে ফিরে যাবে মার্কিন শ্রম বাজার।