মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারীতে যথাযথ স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১৩টি দোকানকে ৬,৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
[৩] সোমবার (৯ আগস্ট) উপজেলা ও পৌর সদর এর এলাকায় র্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভুমি) আবু রয়হান।
[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, লকডাউন চলাকালে সরকারের দেওয়া বিধি-নিষেধগুলো মেনে চলার ব্যবসায়ীদের দায়িত্ব থাকলেও এ সব তারা অমান্য করে বিভিন্ন কৌশলে দোকান খোলা রেখেছে। যার কারনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।