নিউজ ডেস্ক: দেওয়ালে ধাক্কা লেগে গাড়ির এক চাকা গুঁড়িয়ে গিয়েছিল। কিন্তু তিন চাকাতেই প্রায় ৫ কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছেন এক যুবক। পরে পুলিশ এসে তাকে জোর করে থামায়। যুগান্তর
যুক্তরাজ্যের নর্থ ওয়েলসে এই ঘটনা ঘটে বলে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক ওয়ার্ড নামে ৩৩ বছর বয়সী ওই যুবকের গাড়িটি দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে একটি চাকা গুঁড়িয়ে যায়। কিন্তু তিনি তারপরও প্রায় পাঁচ কিলোমিটার গাড়ি চালিয়ে গেছেন। পথচারীরা এভাবে তিন চাকা দিয়ে গাড়ি চালানো দেখে একদম হতবাক হয়ে যান বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এভাবে গাড়ি চালানোয় পুলিশের সন্দেহ হয়। মার্ক মাদকাসক্ত কী না জানতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় মার্ক মাদকাসক্ত ছিলেন বলে প্রমাণ মেলে।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল এডওয়ার্ড জানান, ওয়ার্ড বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীনভাবে গাড়ি চালিয়েছেন। নেহায়েত ভাগ্য জোরে কেউ গুরুতর আহত কিংবা নিহতও হয়নি।
এদিকে মাদকাসক্ত অবস্থায় বিপজ্জনকভাবে গাড়ি চালানোয় তাকে ছয় সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৩০ মাস তিনি গাড়ি চালাতে পারবেন না বলে আদেশ দেয় আদালত।