সালেহ্ বিপ্লব: [২] তালিবান বলছে, উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানের রাজথানী শেবারগান শহরটি তারা দখল করেছে। সেখানকার একটি কারাগার দখল করার পর সব বন্দীদের মুক্ত করে দেয়া হয়েছে। বিবিসি বাংলা
[৩] গত শুক্রবার তালিবান বিদ্রোহীরা নিমরোজ প্রদেশের রাজধানী যারাঞ্জ শহটি দখল করে। এ ছাড়া উত্তরের লস্কর গাহ ও কুন্দুজ শহরেও তীব্র লড়াই চলছে। শেবারগানের পতনের খবর নিশ্চিত হলে এটি হবে তালিবানের দখলে চলে যাওয়া দ্বিতীয় প্রাদেশিক রাজধানী।
[৪] তালিবানের একজন মুখপাত্র বলছেন, শহরটির অধিকাংশ সরকারি ভবন এখন তাদের নিয়ন্ত্রণে।
[৫] আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শহরটির 'কিছু এলাকা পতনের কথা' স্বীকার করেছেন । তবে তিনি এও বলেছেন, বিমানবন্দরসহ শেবারগানের অধিকাংশ এলাকাই এখনো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
[৬] সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শেবারগানে শনিবার তালিবান বিদ্রোহীরা আক্রমণ চালানোর পর শহরের কারাগারটি থেকে শত শত বন্দী বেরিয়ে আসছে।
[৭] শুক্রবার তীব্র যুদ্ধের পর তালিবান এই শহরটির সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ দখল করে। তবে এ অঞ্চলের একজন কাউন্সিল প্রধান বাবুর এশচি বলেছেন, তালেবান এখন পুরো শহরটিরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে - শুধুমাত্র সেনাবাহিনীর একটি ঘাঁটি ছাড়া। তবে সেখানেও এখন যুদ্ধ চলছে।