শাহিন খন্দকার: [২] শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় বিএসএমএমইউতে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল'র উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।
[৩] তিনি বলেন, হাসপাতালে ইতোমধ্যেই পর্যাপ্ত চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মচারি নিয়োগ দেওয়া সম্পন্ন হয়েছে। করোনা রোগিদের চিকিৎসায় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ অন্যান্য যত্রপাতিও পর্যায়ক্রমে চলে আসবে। ইতোমধ্যে আইসিউসহ অন্যান্য মেশিন সেট করা হয়েছে। আজ থেকেই এখানে রোগী ভর্তি করা হবে।
[৩] এসময় হাসপাতালের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রথম দিনে ৩৫৭ শয্যা নিয়ে আমরা হাসপাতালটি শুরু করেছি। প্রতিটি শয্যাতেই আইসিইউ রয়েছে। সবমিলিয়ে শিগগিরই হাজার শয্যার হাসপাতাল হবে এটি।