শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে শুরু হলো গণটিকাদান ক্যাম্পেইন, টিকা নিতে দীর্ঘ লাইন

মহসীন কবির: [২] শনিবার (৭ আগস্ট) সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কেন্দ্রে টিকা নিতে দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রেই রেজিস্ট্রেশন করে টিকা নিচ্ছেন মানুষ। প্রথম ২ ঘণ্টায় অগ্রাধিকার পাচ্ছেন বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। রোহিঙ্গারাও টিকা পাচ্ছেন। যমুনা, ডিবিসি ও নিউজ২৪ টিভি

[৩] ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ৪ হাজার ৬০০টি ইউনিয়ন, ১০৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে কোভিডের টিকা দেয়া হবে। ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারীকে সহায়তা করবেন ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী।

[৪] শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাকক্ষে এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

[৫] ৮ ও ৯ আগস্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ড, ৭ থেকে ৯ আগস্ট সিটি করপোরেশন এলাকা এবং ৮ ও ৯ আগস্ট দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টিকাদান চলবে। ১০ থেকে ১২ আগস্ট মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ৫৫ বছর বয়সীদের টিকা দেয়া হবে।

[৬] ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ১৮ বছর বয়সী অনেকের এনআইডি নেই। তাদের টিকার আওতায় আনতে গিয়ে মাঠে যে বিশৃঙ্খলা তৈরি হবে, সেটাকে আমরা সামাল দিতে পারবো না। সে জন্য আমরা ঠিক করেছি বয়সসীমা ২৫ বছরই হবে।

[৭] তিনি বলেন, আমরা চিন্তা করেছিলাম, যদি আমরা ম্যাসিভ আকারে ক্যাম্পেইন না করতে পারি বা মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি করতে না পারি; তাহলে ৮০ শতাংশ মানুষকে কীভাবে কাভার করবো? এটা পাইলট প্রজেক্ট বলা যেতে পারে। আমরা নিজেদের সক্ষমতা যাচাই করতে চাই। দেখতে চাই, আমাদের লোকেরা প্রান্তিক পর্যায়ে এক দিনে কী পরিমাণ টিকা দিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়