শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ১২:১৬ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনা ছাড়ছেন মেসি, নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ

আখিরুজ্জামান সোহান: [২] সকল জল্পনা-কল্পনা শেষে দীর্ঘ  দিন পর ক্লাব পরিবর্তন করছেন লিওনেল মেসি। নতুন কোন চুক্তি নবায়ন করছেন না তিনি। বৃহস্পতিবার ক্লাবের অফিশিয়াল ওয়াবসাইটে নিশ্চিত করা হয়েছে মেসির চলে যাওয়ার খবরটি।

[৩] আনুষ্ঠানিকভাবে বিষয়টি বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে জানিয়ে দিয়েছে বার্সেলোনা।

[৪] বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি সম্ভব হচ্ছে না। লা লিগার নতুন আর্থিক নিয়মের কারণে এমনতা হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বার্সেলোনা জানাচ্ছে যে মেসি ক্লাবের সঙ্গে আর থাকছেন না।’

[৫] গত ৩০ জুন মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়। অন্য কোন ক্লাবে যোগ না দিয়ে কাতালানদের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। কিন্তু বাঁধ সাধলো লা লিগার নতুন 'ফাইনান্সিয়াল ফেয়ার প্লে' নিয়ম। ফলে ১৮ বছর পর বার্সা জার্সি ছাড়তে হচ্ছে ক্লাবের সবচেয়ে আইকনিক খেলোয়াড়কে।

[৬] ২০০৪ সালে বার্সার মূল দলে সুযোগ পান মেসি। এরপর এক ক্লাবেই আছেন মেসি। গত পাঁচ মৌসুমের চুক্তিতে বেতন-বোনাস মিলিয়ে প্রায় ৫৫ কোটি ইউরো বেতন পেয়েছেন। প্রতি মৌসুমে যা প্রায় ১০.৫ কোটি ইউরো। এর মধ্যে শুধু বেতন ছিল বছরে প্রায় ৫ কোটি ইউরো।

[৭] এবার অর্ধেক বেতনে বার্সায় থাকতে চেয়েছিলেন মেসি। ক্লাবের আর্থিক দুরাবস্থা ও লা লিগার শর্তের বেড়াজলে আটকে গেল বার্সার জার্সিতে মেসির খেলা।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়