শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ১২:১৬ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনা ছাড়ছেন মেসি, নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ

আখিরুজ্জামান সোহান: [২] সকল জল্পনা-কল্পনা শেষে দীর্ঘ  দিন পর ক্লাব পরিবর্তন করছেন লিওনেল মেসি। নতুন কোন চুক্তি নবায়ন করছেন না তিনি। বৃহস্পতিবার ক্লাবের অফিশিয়াল ওয়াবসাইটে নিশ্চিত করা হয়েছে মেসির চলে যাওয়ার খবরটি।

[৩] আনুষ্ঠানিকভাবে বিষয়টি বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে জানিয়ে দিয়েছে বার্সেলোনা।

[৪] বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি সম্ভব হচ্ছে না। লা লিগার নতুন আর্থিক নিয়মের কারণে এমনতা হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বার্সেলোনা জানাচ্ছে যে মেসি ক্লাবের সঙ্গে আর থাকছেন না।’

[৫] গত ৩০ জুন মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়। অন্য কোন ক্লাবে যোগ না দিয়ে কাতালানদের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। কিন্তু বাঁধ সাধলো লা লিগার নতুন 'ফাইনান্সিয়াল ফেয়ার প্লে' নিয়ম। ফলে ১৮ বছর পর বার্সা জার্সি ছাড়তে হচ্ছে ক্লাবের সবচেয়ে আইকনিক খেলোয়াড়কে।

[৬] ২০০৪ সালে বার্সার মূল দলে সুযোগ পান মেসি। এরপর এক ক্লাবেই আছেন মেসি। গত পাঁচ মৌসুমের চুক্তিতে বেতন-বোনাস মিলিয়ে প্রায় ৫৫ কোটি ইউরো বেতন পেয়েছেন। প্রতি মৌসুমে যা প্রায় ১০.৫ কোটি ইউরো। এর মধ্যে শুধু বেতন ছিল বছরে প্রায় ৫ কোটি ইউরো।

[৭] এবার অর্ধেক বেতনে বার্সায় থাকতে চেয়েছিলেন মেসি। ক্লাবের আর্থিক দুরাবস্থা ও লা লিগার শর্তের বেড়াজলে আটকে গেল বার্সার জার্সিতে মেসির খেলা।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়