বিশ্বজিৎ দত্ত: [২]পাকিস্তানের খাইবার অঞ্চলের রহিম ইয়ারখান এলাকায় সিদ্ধি ভিনায়ক মন্দিরে সশ্রস্ত্র হামলা করে একদল ধর্মিয় মৌলবাদি।
[৩] এই হামলার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেন।
[৪] প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, ড. শাহবাজ গিল এ বিষয়ে স্থাণীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন ও মন্দিরটি ক্ষতিগ্রস্ত অংশ নির্মাণের নির্দেশ দিয়েছেন।
[৫] মানবাধিকার কর্মী কপিল দেব এই হামলান বিষয়ে বলেন, পাকিস্তানের সংবিধানে সকল ধর্মের নাগরিকদের রক্ষা ও ধর্মপালনের অধিকার দেয়া হয়েছে। কিন্তু পাকিস্তানের কিছু মুসলিম ব্যক্তির মনে হিন্দু ফোবিয়া প্রবেশ করেছে। শুধু সাম্প্রদায়িকতা দিয়ে এর বিচার করলে হবে না।পাকিস্তানে হিন্দুদের এমন অবস্থা নেই যা দিয়ে সাম্প্রদায়িকতা হয়। বরংচ হামলার পিছনে প্রধান কারণ হিন্দু ফোবিয়া।