শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় ১৩৯জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] কঠোর বিধিনিষেধেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার। ক্রমশই বৃদ্ধি পাচ্ছে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এদিকে রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। কোনো কোনো এলাকা থেকে হাসপাতালে শয্যা ও অক্সিজেন সংকটের খবরও পাওয়া যাচ্ছে।

[৩] সোমবার (৫ আগস্ট) সকালেই দেশের বিভিন্ন জেলা থেকে ১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে পাওয়া সর্বশেষ করোনা আপডেটে এ তথ্য জানা গেছে। যমুনা ও একাত্তর টিভি, ডিবিসি নিউজ

[৪]  গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ  নিয়ে ময়মনসিংহ ২১, রাজশাহীর ৫, চাঁপাইনবাবগঞ্জে ৩, নাটোরে ৪, নওগাঁয় ১, , পাবনায় ৩, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ৭, ফেনীতে ১৫, কি‌শোরগ‌ঞ্জে ৪, ঠাকুরগাঁওয়ে ২, চুয়াডাঙ্গায় ৮, কুষ্টিয়ায় ১১, “বরিশাল বিভাগে ৩২ (বরিশালে ৪ , ভোলায় ৩, পিরোজপুরে ১, বরগুনার ৪ ও ঝালকাঠিতে ৩)” ও চট্টগ্রামে ৯ জনের মৃত্যু।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ১৭ জন। এর মধ্যে সংক্রমণে ছয়জন ও উপসর্গে ১১ জন। মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও আটজন নারী। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের চারজন, নওগাঁর একজন ও পাবনার তিনজন ছিলেন।

চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল।

তিনি আরও জানান, করোনা ও উপসর্গ নিয়ে আক্রান্তদের শ্বাসকষ্ট বেশি থাকায় অক্সিজেনের পরিমাণ দ্রুত হ্রাস পায়। ফলে সর্বোচ্চ চেষ্টা করেও তাদের রক্ষা করা যায়নি।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। ৯৪৩ জনের নমুনা পরীক্ষা করে এদের মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ে। এতে আক্রান্তের হার ৪৭.৬১ শতাংশ।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় গতকাল বুধবার থেকে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট থেকে করোনা ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ শুরু হয়েছে।

এদিকে চাঁদপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৪৮ জন। আর করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১৮২ জন। একই সঙ্গে উপসর্গ নিয়ে আরও প্রায় ৫শ’ জন।

নোয়াখালী: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। জেলায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৯৮জনে দাড়িয়েছে। জেলায় ৩টি পিসিআর ল্যাবে ৭১৩টি নমুনা পরীক্ষা করে ৪৭৭জনের নেগেটিভ ও ২৩৬জনের করোনা পজিটিভ এসেছে। জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮০৪ জনে। করোনা সং ক্রমণ বাড়ায় নোয়াখালী কোভিড হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, লকডাউন কার্যকর ও করোনা সংক্রমণ রোধে জেলার প্রতিটি উপজেলার কর্মকর্তা ও এসিল্যান্ডরা অভিযান পরিচালনা করে যাচ্ছেন। এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার আমাদের বলেন, করোনার সংক্রমণ কমাতে ও মানুষকে সচেতন করতে প্রতিদিনই কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। পৌর এলাকাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

ফেনী: ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

কি‌শোরগ‌ঞ্জ: কি‌শোরগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় আরও ৪ জ‌নের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজন মারা গেছেন।

চুয়াডাঙ্গা: গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগ: এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১৭ জন মারা গেছে। এ সময় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৫৮ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৭ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ২ জন মারা গেছেন। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে বরিশালে ৪ , ভোলায় ৩, পিরোজপুরে ১, বরগুনার ৪ ও ঝালকাঠিতে ৩ রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জনে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন।

তিনি আরও জানান, বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৯৮ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩৩৫ জন নিয়ে ১৫ হাজার ৩৩২ জন, পটুয়াখালীতে নতুন ১৮২ জন নিয়ে ৫ হাজার ৪ জন, ভোলায় নতুন ১৭৬ জন নিয়ে ৪ হাজার ৫৮৭ জন, পিরোজপুরে নতুন ৭৪ জন নিয়ে ৪ হাজার ৬৩৮ জন, বরগুনায় নতুন ৬৪ জন নিয়ে ৩ হাজার ২০০ জন ও ঝালকাঠিতে নতুন ২৭ জন নিয়ে ৪ হাজার ২৩৭ জন রয়েছেন।

চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৯ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ১১৭ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫৪৬ জনে। বৃহস্পতিবার (৫ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৪১ জন ও উপজেলার ৪৭৬ জন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়