গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক, ল্যাব টেকনিশিয়ানসহ সাত জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
[৩] এদের মধ্যে দুই জন স্বাস্থ্যকর্মী হাসপাতালে ভর্তি ও বাকিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিত্সা নিচ্ছেন। এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে করোনা পরীক্ষা ও টিকা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো সম্ভব হচ্ছে না। ফলে করোনার আক্রান্তদের নমুনা সংগ্রহ ও অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম সপ্তাহে তিন দিন চালু রাখা হয়েছে।
[৪] এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুপুর সাহা জানান, হাসপাতালের ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা পর্যায়ক্রমে সবাই আক্রান্ত হচ্ছেন। বর্তমান একজন ডাক্তার, ল্যাব টেকনিশিয়ানসহ সাত জন করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রয়েছে।
[৫] ফলে জনবল সংকটে করোনার নমুনা সংগ্রহ ও অ্যান্টিজেন টেস্ট এবং টিকা কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। বর্তমানে সপ্তাহে তিন দিন নমুনা সংগ্রহ ও অ্যান্টিজেন টেস্ট চালু রাখা হয়েছে। তবে টিকা প্রদান কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ জন লোককে টিকা দেওয়া হচ্ছে।