শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকা-কানাডা প্রবাসী ছয় বাংলাদেশির উদ্যোগে দেশে আসছে আরও ৩০০ ভেন্টিলেটর

শিমুল মাহমুদ: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের টিকা বিতরণ কমিটির মাধ্যমে সংগ্রহ করা ভেন্টিলেটরগুলো আগামী সপ্তাহে দেশে এসে পৌঁছাবে।

[৩] বুধবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ এ তথ্য জানিয়ে বলেন, আমেরিকা প্রবাসী কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মাসুদুল হাসান এ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। তার সঙ্গে নেফ্রলজিস্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, প্রফেসর ডা. ফাতিমা আহমেদ, কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. চৌধুরী হাফিজ আহসান, সাবেক সিনিয়র ইউএন অফিসিয়াল মাহমুদ উস শামস চৌধুরী এবং কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান যুক্ত আছেন।

[৪] প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কাজে বাংলাদেশ থেকে সমন্বয় করা ডা. এবিএম আবদুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা ভেন্টিলেটরগুলো সহজে বহনযোগ্য তৃণমূল পর্যায়ে পাঠানো যাবে। যেখানে সুবিধা নেই সেখানকার রুগিদের প্রয়োজনে সহায়ক হবে। করোনা চলে গেলেও অন্যান্য মুমূর্ষু রোগীর জন্যও আমরা এগুলো ব্যবহার করতে পারব।

[৫] প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক জানান, এরই মধ্যে তাদের প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশে এসেছে ৩৭৭টি ভেন্টিলেটর। ১২৭টি দিয়েছে আমেরিকান ‘অস্টিন টেক্সাস’ কোম্পানি এবং বাকি ২৫০টি দিয়েছে আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘অপশিনি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’। যার এক একটির দাম সাড়ে ৮ থেকে ১০ লাখ টাকা।

[৬] আমেরিকায় বাংলাদেশি প্রফেশনালসদের উদ্যোগে কোভ্যাক্সের আওতায় প্রথমে মডার্নার ২৫ লাখ ও পরে আরও ৩০ লাখ এবং ফাইজারের এক লাখ ছয় হাজার ডোজ টিকা আসে।

[৭] অল্প সময়ের মধ্যেই আরও ৫৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠানোর বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রফেসর ডা. মাসুদুল হাসান। সম্পাদনা: তরিকুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়