শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকা-কানাডা প্রবাসী ছয় বাংলাদেশির উদ্যোগে দেশে আসছে আরও ৩০০ ভেন্টিলেটর

শিমুল মাহমুদ: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের টিকা বিতরণ কমিটির মাধ্যমে সংগ্রহ করা ভেন্টিলেটরগুলো আগামী সপ্তাহে দেশে এসে পৌঁছাবে।

[৩] বুধবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ এ তথ্য জানিয়ে বলেন, আমেরিকা প্রবাসী কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মাসুদুল হাসান এ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। তার সঙ্গে নেফ্রলজিস্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, প্রফেসর ডা. ফাতিমা আহমেদ, কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. চৌধুরী হাফিজ আহসান, সাবেক সিনিয়র ইউএন অফিসিয়াল মাহমুদ উস শামস চৌধুরী এবং কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান যুক্ত আছেন।

[৪] প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কাজে বাংলাদেশ থেকে সমন্বয় করা ডা. এবিএম আবদুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা ভেন্টিলেটরগুলো সহজে বহনযোগ্য তৃণমূল পর্যায়ে পাঠানো যাবে। যেখানে সুবিধা নেই সেখানকার রুগিদের প্রয়োজনে সহায়ক হবে। করোনা চলে গেলেও অন্যান্য মুমূর্ষু রোগীর জন্যও আমরা এগুলো ব্যবহার করতে পারব।

[৫] প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক জানান, এরই মধ্যে তাদের প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশে এসেছে ৩৭৭টি ভেন্টিলেটর। ১২৭টি দিয়েছে আমেরিকান ‘অস্টিন টেক্সাস’ কোম্পানি এবং বাকি ২৫০টি দিয়েছে আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘অপশিনি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’। যার এক একটির দাম সাড়ে ৮ থেকে ১০ লাখ টাকা।

[৬] আমেরিকায় বাংলাদেশি প্রফেশনালসদের উদ্যোগে কোভ্যাক্সের আওতায় প্রথমে মডার্নার ২৫ লাখ ও পরে আরও ৩০ লাখ এবং ফাইজারের এক লাখ ছয় হাজার ডোজ টিকা আসে।

[৭] অল্প সময়ের মধ্যেই আরও ৫৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠানোর বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রফেসর ডা. মাসুদুল হাসান। সম্পাদনা: তরিকুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়