শিরোনাম
◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকা-কানাডা প্রবাসী ছয় বাংলাদেশির উদ্যোগে দেশে আসছে আরও ৩০০ ভেন্টিলেটর

শিমুল মাহমুদ: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের টিকা বিতরণ কমিটির মাধ্যমে সংগ্রহ করা ভেন্টিলেটরগুলো আগামী সপ্তাহে দেশে এসে পৌঁছাবে।

[৩] বুধবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ এ তথ্য জানিয়ে বলেন, আমেরিকা প্রবাসী কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মাসুদুল হাসান এ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। তার সঙ্গে নেফ্রলজিস্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, প্রফেসর ডা. ফাতিমা আহমেদ, কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. চৌধুরী হাফিজ আহসান, সাবেক সিনিয়র ইউএন অফিসিয়াল মাহমুদ উস শামস চৌধুরী এবং কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমান যুক্ত আছেন।

[৪] প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কাজে বাংলাদেশ থেকে সমন্বয় করা ডা. এবিএম আবদুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা ভেন্টিলেটরগুলো সহজে বহনযোগ্য তৃণমূল পর্যায়ে পাঠানো যাবে। যেখানে সুবিধা নেই সেখানকার রুগিদের প্রয়োজনে সহায়ক হবে। করোনা চলে গেলেও অন্যান্য মুমূর্ষু রোগীর জন্যও আমরা এগুলো ব্যবহার করতে পারব।

[৫] প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক জানান, এরই মধ্যে তাদের প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশে এসেছে ৩৭৭টি ভেন্টিলেটর। ১২৭টি দিয়েছে আমেরিকান ‘অস্টিন টেক্সাস’ কোম্পানি এবং বাকি ২৫০টি দিয়েছে আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘অপশিনি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’। যার এক একটির দাম সাড়ে ৮ থেকে ১০ লাখ টাকা।

[৬] আমেরিকায় বাংলাদেশি প্রফেশনালসদের উদ্যোগে কোভ্যাক্সের আওতায় প্রথমে মডার্নার ২৫ লাখ ও পরে আরও ৩০ লাখ এবং ফাইজারের এক লাখ ছয় হাজার ডোজ টিকা আসে।

[৭] অল্প সময়ের মধ্যেই আরও ৫৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠানোর বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রফেসর ডা. মাসুদুল হাসান। সম্পাদনা: তরিকুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়