শিরোনাম
◈ সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম: মঈন খান ◈ দেশে গণতন্ত্র, সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: রিজভী ◈ পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত ◈ ৭-৮ মাস ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ : বিনার গবেষণায় সফলতা   ◈ মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের নিহত ৩, আহত ২ ◈ মার্কিন নির্বাচনে ফলের স্বচ্ছতা নিয়ে ট্রাম্পের সংশয়  ◈ আজ ২৫ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ ◈ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান ◈ ধরে নিয়ে যাওয়া ১২ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি ◈ শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ১০:১৩ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ১০:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এতিমখানার খাবার খেয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

অহিদ মুকুল: [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি এতিমখানায় রাতের খাবার খেয়ে এক শিশুর মৃত্যু ও ১৭ শিশু অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ তদন্ত কমিটি গঠন করেন। এর প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমকে।

[৩] এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এতিমখানা ও মাদ্রাসার ছয় শিক্ষককে থানায় নিয়ে গেছে পুলিশ। ভোরে তাঁদের এতিমখানা থেকে পুলিশের একটি দল বেগমগঞ্জ থানায় নিয়ে যায়। এ ছাড়া এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য নিহত শিশুর পরিবারকে থানায় আসতে বলা হয়েছে।

[৪] জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম জানান, কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

[৫] জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, পরিবেশন করা খাবারের নমুনা গতকাল রাতেই সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা একজন স্যানিটারি পরিদর্শক ঢাকার মহাখালীতে স্বাস্থ্য বিভাগের পরীক্ষাগারে নিয়ে যাবেন। পরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

[৬] বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, ছয়জন শিক্ষককে আজকে থানায় নিয়ে আসা হয়। তাঁদের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। ওসি বলেন, নিহত শিশুর বাবা প্রবাসী। এ কারণে শিশুটির চাচাকে থানায় আসতে বলা হয়েছে। তিনি এলে যদি মামলা করতে রাজি হন, তাহলে মামলা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়