আবু মুত্তালিব: [২] করোনা সংক্রমনে লকডাউন উপেক্ষা করে সরকারি আইন অমান্য করে দোকান খুলে বেচা-কেনা ও মাস্ক পরিধান না করে ঘোরাফেরা করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল ৩ আগষ্ট মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
[৩] ভ্রাম্যমাণ আদালত সুত্র জানাযায়, গতকাল মঙ্গলবার বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার ও ঢাকারোডসহ কয়েকটি এলাকায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।
[৪] অভিযানে করোনা সংক্রমনে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে দোকান খুলে বেচা-কেনা ও মাস্ক পরিধান না করে ঘোরাফেরা করার অপরাধে সান্তাহার আদিল গামেন্টস মালিক নাসিমের ১ হাজার ৫০০ টাকা, জিহান কসমেটিক্স মালিক ফরিদের ২ হাজার, জুনায়েদ খেলা ঘর মালিক রাসেলের ২ হাজার, পূর্ব ঢাকারোড এলাকায় মাস্ক পরিধান না করার অপরাধে ৩জনের ৫০০ টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।