শিরোনাম
◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও) ◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৮:৪৮ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ, হেলমান্দ প্রদেশের রাজধানী তালিবানদের দখলে যাওয়ার শঙ্কা

সালেহ্ বিপ্লব: [২] আফগান সেনাদের এখনো মদদ দিচ্ছে মার্কিন সেনারা। দুই দলের যৌথ বিমান হামলার মুখে অবিচল থেকে লস্কর গাহ শহরে তুমুল যুদ্ধ করছে তালিবান বাহিনী।  প্রাদেশিক রাজধানী যে কোনো সময় তালিবানদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। বিবিসি

[৩] তালিবানের দাবি, তারা একটি টিভি স্টেশন দখল করে নিয়েছে।

[৪] হাজার হাজার মানুষ প্রাণভয়ে শহর থেকে গ্রামের দিকে যাচ্ছে। আশ্রয় নিচ্ছে সেখানকার ভবনগুলোতে।

[৫] হাসপাতালে কর্তব্যরত একজন ডাক্তার বিবিসিকে জানান, দুপক্ষের মধ্যে ভয়ানক যুদ্ধ হচ্ছে।

[৬] তালিবানদের মোকাবেলা করতে কয়েকশ সৈন্য পাঠিয়েছে আফগান সরকার।

[৭] অনেক পিছিয়ে পড়া তালিবানরা গত কয়েকমাসে পুনর্ঠিত হয়ে নিজেদের অবস্থান দ্রুত সংহত করে নিয়েছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর ২০ বছরের পাহারাদারি শেষ হওয়ায় এটি সম্ভব হয়েছে।

[৮] হেলমান্দ প্রদেশ মার্কিন ও ব্রিটিশ সেনাদের জন্যে সুখের নীড় ছিলো। তালিবানরা রাজধানী লস্কর গাহ দখল করে নিলে তা হবে আফগান সরকারের বড়ো একটি ধাক্কা। আর ২০১৬ সালের পর এটিই হবে তালিবানদের দখল করা প্রথম প্রাদেশিক রাজধানী।

[৯] তারা আরো দুটো প্রাদেশিক রাজধানী কান্দাহার ও হিরাতে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

[১০] এই পরিস্থিতিতে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করেছেন আফগান ন্যাশনাল আর্মির অন্যতম কমান্ডার মেজর জেনারেল সামি সাদাত।

[১১] তিনি বলেন, তালিবান বাহিনী জয়ী হলে তা বিশ্বনিরাপত্তার জন্য বিধ্বংসী হবে। এই যুদ্ধ শুধু আফগানিস্তানের নয়। যুদ্ধ হচ্ছে স্বাধীনতার সঙ্গে সর্বগ্রাসী অপশক্তির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়