শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৮:৪৮ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ, হেলমান্দ প্রদেশের রাজধানী তালিবানদের দখলে যাওয়ার শঙ্কা

সালেহ্ বিপ্লব: [২] আফগান সেনাদের এখনো মদদ দিচ্ছে মার্কিন সেনারা। দুই দলের যৌথ বিমান হামলার মুখে অবিচল থেকে লস্কর গাহ শহরে তুমুল যুদ্ধ করছে তালিবান বাহিনী।  প্রাদেশিক রাজধানী যে কোনো সময় তালিবানদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। বিবিসি

[৩] তালিবানের দাবি, তারা একটি টিভি স্টেশন দখল করে নিয়েছে।

[৪] হাজার হাজার মানুষ প্রাণভয়ে শহর থেকে গ্রামের দিকে যাচ্ছে। আশ্রয় নিচ্ছে সেখানকার ভবনগুলোতে।

[৫] হাসপাতালে কর্তব্যরত একজন ডাক্তার বিবিসিকে জানান, দুপক্ষের মধ্যে ভয়ানক যুদ্ধ হচ্ছে।

[৬] তালিবানদের মোকাবেলা করতে কয়েকশ সৈন্য পাঠিয়েছে আফগান সরকার।

[৭] অনেক পিছিয়ে পড়া তালিবানরা গত কয়েকমাসে পুনর্ঠিত হয়ে নিজেদের অবস্থান দ্রুত সংহত করে নিয়েছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর ২০ বছরের পাহারাদারি শেষ হওয়ায় এটি সম্ভব হয়েছে।

[৮] হেলমান্দ প্রদেশ মার্কিন ও ব্রিটিশ সেনাদের জন্যে সুখের নীড় ছিলো। তালিবানরা রাজধানী লস্কর গাহ দখল করে নিলে তা হবে আফগান সরকারের বড়ো একটি ধাক্কা। আর ২০১৬ সালের পর এটিই হবে তালিবানদের দখল করা প্রথম প্রাদেশিক রাজধানী।

[৯] তারা আরো দুটো প্রাদেশিক রাজধানী কান্দাহার ও হিরাতে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

[১০] এই পরিস্থিতিতে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করেছেন আফগান ন্যাশনাল আর্মির অন্যতম কমান্ডার মেজর জেনারেল সামি সাদাত।

[১১] তিনি বলেন, তালিবান বাহিনী জয়ী হলে তা বিশ্বনিরাপত্তার জন্য বিধ্বংসী হবে। এই যুদ্ধ শুধু আফগানিস্তানের নয়। যুদ্ধ হচ্ছে স্বাধীনতার সঙ্গে সর্বগ্রাসী অপশক্তির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়