সাকিবুল আলম: [২] চীনের স্বাস্থ্য বিভাগীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানায়। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন একটি প্রতিবেদনে জানিয়েছে, ফুজিয়ান প্রদেশ ও চংকিং পৌর এলাকায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৫৫ জন। এনডিটিভি
[৩] দেশজুড়ে ২০০ এরও বেশি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে জিয়াংসু প্রদেশের নানজিং শহরটি বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আবারো করোনা মহামারির মধ্যে চীন।
[৪] নানজিং শহর কর্তৃপক্ষ সকল ধরনের পর্যটন কেন্দ্র ও সাংস্কৃতিক ভেন্যু শনিবার বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। জিয়াংসু প্রদেশের কয়েক লাখ মানুষকে ইতোমধ্যেই লকডাউনের আওতায় আনা হয়েছে। নানজিং শহরের ৯২ লাখ অধিবাসীর করোনা পরীক্ষা করা হয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী