শিরোনাম

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত মহাসাগরে যৌথ টহল দিচ্ছে ভারত ও ইন্দোনেশিয়া

রাকিবুল আবির: [২] ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ শুক্রবার ভারত মহাসাগরীয় অঞ্চলে ইন্দোনেশিয়ান নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে দুই দিনের সমন্বিত টহল শুরু করেছে। এই মহড়াটি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে। এছাড়াও দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বিশ্বাস, সমন্বয় এবং সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে বলে মনে করা হচ্ছে। এনডিটিভি

[৩] এটি দুই দেশের নৌবাহিনীর ৩৬তম মহড়া। মহড়াটি শুরু হয়েছে শুক্রবার থেকে, যা আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। ভারতীয় নৌবাহিনীর এক অফিসিয়াল বিবৃতিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

[৪] বিবৃতিতে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর অফশোর পেট্রল ভ্যাসেল যুদ্ধজাহাজ আইএনএস সারিয়ু এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ কেআরআই বুং টোমার দুই দিনব্যাপী এই টহল চালিয়ে যাবে।

[৫] ভারত ও ইন্দোনেশিয়া ২০০২ সাল থেকে বছরে দুইবার আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখা ধরে সমন্বিত টহল পরিচালনা করে আসছে। যার উদ্দেশ্য হলো ভারত মহাসাগর অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশটিতে বাণিজ্যিক শিপিং, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈধ বাণিজ্যের জন্য নিরাপদ ও সুরক্ষিত রাখা। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়