শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশ উৎসব, কেজি প্রতি ১ হাজার ৩০০ টাকা

সমীরণ রায়: [২] ২৯ আরৎ আর ২০০ বিক্রেতা খোলা মাঠেই ইলিশের পশরা সাজিয়ে বসেছেন। যেন ইলিশের মেলা বসেছে। কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মার ইলিশ কিনতে মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ছুটে এসেছেন ক্রেতারা। ভরা বর্ষায় এত ইলিশের সরবরাহ সত্ত্বেও দাম নামছে না। তাই ক্রেতাদের আক্ষেপ। তবে ভালো দামে বেশি বেশি ইলিশ বিক্রি করে খুশি বিক্রেতা।

[৩] মুন্সীগঞ্জের পদ্মা পাড়ের মাওয়া মৎস্য আড়তে রূপালি ইলিশের কমতি নেই। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ছুটির দিনে ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়। রাজধানীসহ নানা অঞ্চলের মানুষের পদচারণা।

[৪] দেখা গেছে, বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকা কেজিতে। সাড়ে ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়।

[৫] জেলেরা বলেন, ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যাচ্ছে।

[৬] ক্রেতারা বলছেন, ইলিশ মাছের প্রচুর দাম।

[৬] আড়তদাররা বলছেন, চাহিদার তুলনায় ক্রেতার সংখ্যা বেশি। এজন্যই ইলিশের দাম কমছে না। এখন এক দিনে যে ইলিশ বিক্রি হচ্ছে। এর আগে এক মাসেও তা বিক্রি হয়নি।

[৭] মাওয়া মৎস্য আড়তের সভাপতি ছানা রঞ্জন দাস বলেন, দুই ঘণ্টার বেচাকেনার ওপর নির্ভরশীল হাজার মানুষের রুটি রুজি। তাই জায়গাটি যদি ভালো করে পাকা করে দেওয়া হলে ভালো হয়। এতে করে সুন্দর পরিবেশে মাছ বিক্রি করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়