শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশ উৎসব, কেজি প্রতি ১ হাজার ৩০০ টাকা

সমীরণ রায়: [২] ২৯ আরৎ আর ২০০ বিক্রেতা খোলা মাঠেই ইলিশের পশরা সাজিয়ে বসেছেন। যেন ইলিশের মেলা বসেছে। কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মার ইলিশ কিনতে মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ছুটে এসেছেন ক্রেতারা। ভরা বর্ষায় এত ইলিশের সরবরাহ সত্ত্বেও দাম নামছে না। তাই ক্রেতাদের আক্ষেপ। তবে ভালো দামে বেশি বেশি ইলিশ বিক্রি করে খুশি বিক্রেতা।

[৩] মুন্সীগঞ্জের পদ্মা পাড়ের মাওয়া মৎস্য আড়তে রূপালি ইলিশের কমতি নেই। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ছুটির দিনে ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়। রাজধানীসহ নানা অঞ্চলের মানুষের পদচারণা।

[৪] দেখা গেছে, বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকা কেজিতে। সাড়ে ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়।

[৫] জেলেরা বলেন, ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যাচ্ছে।

[৬] ক্রেতারা বলছেন, ইলিশ মাছের প্রচুর দাম।

[৬] আড়তদাররা বলছেন, চাহিদার তুলনায় ক্রেতার সংখ্যা বেশি। এজন্যই ইলিশের দাম কমছে না। এখন এক দিনে যে ইলিশ বিক্রি হচ্ছে। এর আগে এক মাসেও তা বিক্রি হয়নি।

[৭] মাওয়া মৎস্য আড়তের সভাপতি ছানা রঞ্জন দাস বলেন, দুই ঘণ্টার বেচাকেনার ওপর নির্ভরশীল হাজার মানুষের রুটি রুজি। তাই জায়গাটি যদি ভালো করে পাকা করে দেওয়া হলে ভালো হয়। এতে করে সুন্দর পরিবেশে মাছ বিক্রি করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়