শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশ উৎসব, কেজি প্রতি ১ হাজার ৩০০ টাকা

সমীরণ রায়: [২] ২৯ আরৎ আর ২০০ বিক্রেতা খোলা মাঠেই ইলিশের পশরা সাজিয়ে বসেছেন। যেন ইলিশের মেলা বসেছে। কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মার ইলিশ কিনতে মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ছুটে এসেছেন ক্রেতারা। ভরা বর্ষায় এত ইলিশের সরবরাহ সত্ত্বেও দাম নামছে না। তাই ক্রেতাদের আক্ষেপ। তবে ভালো দামে বেশি বেশি ইলিশ বিক্রি করে খুশি বিক্রেতা।

[৩] মুন্সীগঞ্জের পদ্মা পাড়ের মাওয়া মৎস্য আড়তে রূপালি ইলিশের কমতি নেই। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ছুটির দিনে ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়। রাজধানীসহ নানা অঞ্চলের মানুষের পদচারণা।

[৪] দেখা গেছে, বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকা কেজিতে। সাড়ে ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়।

[৫] জেলেরা বলেন, ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যাচ্ছে।

[৬] ক্রেতারা বলছেন, ইলিশ মাছের প্রচুর দাম।

[৬] আড়তদাররা বলছেন, চাহিদার তুলনায় ক্রেতার সংখ্যা বেশি। এজন্যই ইলিশের দাম কমছে না। এখন এক দিনে যে ইলিশ বিক্রি হচ্ছে। এর আগে এক মাসেও তা বিক্রি হয়নি।

[৭] মাওয়া মৎস্য আড়তের সভাপতি ছানা রঞ্জন দাস বলেন, দুই ঘণ্টার বেচাকেনার ওপর নির্ভরশীল হাজার মানুষের রুটি রুজি। তাই জায়গাটি যদি ভালো করে পাকা করে দেওয়া হলে ভালো হয়। এতে করে সুন্দর পরিবেশে মাছ বিক্রি করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়