সাকিবুল আলম:[২] দেশটির পর্যটন মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্পূর্ণ ভ্যাকসিনেশন সম্পন্ন করা বিদেশি পর্যটকরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না থেকেই এখন প্রবেশাধিকার পাবে সৌদি আরবে। আল আরাবিয়া
[৩] সৌদি আরবের সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয় ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না অথবা জনসন অ্যান্ড জনসন টিকার অনুমোদন দিয়েছে দেশটি। এ টিকাগুলোর যেকোনো একটির দুই ডোজ গ্রহণ করলেই সেখানে প্রবেশ করতে পারবে বিদেশি ভ্রমণকারীরা।
[৪] সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেছেন, আমরা পর্যটকদের আবারো স্বাগত জানাচ্ছি। করোনা অতিমারির কারণে আমাদের কার্যক্রম কিছুদিনের জন্য স্থগিত ছিলো। এখন আমরা অতিথিদের গ্রহণে পুরোপুরি প্রস্তুত।
[৫] সৌদি আরব ২০১৯ এর সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসা চালু করে। এর এক মাস পরই কোভিড-১৯ অতিমারির কারণে এ সেবা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। সম্পাদনা: সুমাইয়া ঐশী