শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৪:০৮ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে রেকর্ড ১ হাজার ৪৬৬ জন করোনা শনাক্ত, মৃত্যু ৯

রাজু চৌধুরী: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে এক হাজার ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।

শুক্রবার (৩০ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে ২৯ জুলাই সর্বোচ্চ এক হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৪৬৬ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই এক হাজার ৮৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ

লোহাগাড়ায় পাঁচ, সাতকানিয়ায় ৩৮, বাঁশখালীতে ১২, আনোয়ারায় সাত , চন্দনাইশে ২৬, পটিয়ায় পাঁচ, বোয়ালখালীতে ৪৮, রাঙ্গুনিয়ায় ৩৮, রাউজানে ৬২, ফটিকছড়িতে ৩৩, হাটহাজারীতে ৪৫ , সীতাকুণ্ডে ২৬, মিরসরাইয়ে ২৬ এবং সন্দ্বীপে ১৭ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২১৭ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬০ হাজার ৯০৭ জন। বাকি ২০ হাজার ৩১০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের পাঁচজন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৭৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৮৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়